১০:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

জাসদের সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে ৩ জুয়াড়ি আটক

বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় প্রতিনিধি
  • আপডেট: ০৪:৩৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / 109

বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় শহরে জাসদের সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধানের নির্মাণাধীন বাড়ি থেকে জুয়া খেলার সময় তিনজনকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি চৌকস দল শহরের কায়েত পাড়া এলাকায় এ অভিযান চালায়।

অভিযানে আটক হন— গোলাম মোস্তফার ছেলে মনির হোসেন (৫৪), মাহবুব আলমের ছেলে রুবেল (৪৯) এবং আব্দুল মজিদের ছেলে মাসুদ রানা (৪৫)। তারা সবাই পঞ্চগড় পৌরসভার বাসিন্দা। ঘটনাস্থল থেকে জব্দ করা হয় ৬,৫২০ টাকা নগদ, ছয় সেট তাসের কার্ড এবং তিনটি মোবাইল ফোন।

অভিযান শেষে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান। আদালত মনির হোসেন মনুুকে ১৫ দিনের কারাদণ্ড, রুবেলকে ১০ দিনের কারাদণ্ড এবং মাসুদ রানাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া তিনজনকেই ১০০ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

স্থানীয় সূত্র জানায়, মনির হোসেন ওরফে মনু দীর্ঘদিন ধরে পঞ্চগড়ের জুয়ার সিন্ডিকেট পরিচালনা করে আসছেন। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তিনি রাতের পর রাত জুয়ার আসর বসাতেন। অভিযোগ রয়েছে, প্রতিদিনের জুয়ার আসর থেকে তিনি ৪০-৫০ হাজার টাকা আয় করতেন এবং এই টাকার একটি বড় অংশ প্রভাবশালী মহলের সঙ্গে ভাগাভাগি করতেন।

অনেক ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছেন, মনুর কারণে বহু পরিবার সর্বস্বান্ত হয়ে রাস্তায় নেমেছে। শুধু পঞ্চগড় নয়, পাশের জেলা থেকেও জুয়ারীদের এনে বড় আকারের আসর বসাতেন তিনি। স্থানীয়দের দাবি, মনু আওয়ামী লীগ আমলে কুখ্যাত সন্ত্রাসী হাসনাতের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিতি লাভ করেন।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জাসদের সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে ৩ জুয়াড়ি আটক

আপডেট: ০৪:৩৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় শহরে জাসদের সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধানের নির্মাণাধীন বাড়ি থেকে জুয়া খেলার সময় তিনজনকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি চৌকস দল শহরের কায়েত পাড়া এলাকায় এ অভিযান চালায়।

অভিযানে আটক হন— গোলাম মোস্তফার ছেলে মনির হোসেন (৫৪), মাহবুব আলমের ছেলে রুবেল (৪৯) এবং আব্দুল মজিদের ছেলে মাসুদ রানা (৪৫)। তারা সবাই পঞ্চগড় পৌরসভার বাসিন্দা। ঘটনাস্থল থেকে জব্দ করা হয় ৬,৫২০ টাকা নগদ, ছয় সেট তাসের কার্ড এবং তিনটি মোবাইল ফোন।

অভিযান শেষে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান। আদালত মনির হোসেন মনুুকে ১৫ দিনের কারাদণ্ড, রুবেলকে ১০ দিনের কারাদণ্ড এবং মাসুদ রানাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া তিনজনকেই ১০০ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

স্থানীয় সূত্র জানায়, মনির হোসেন ওরফে মনু দীর্ঘদিন ধরে পঞ্চগড়ের জুয়ার সিন্ডিকেট পরিচালনা করে আসছেন। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তিনি রাতের পর রাত জুয়ার আসর বসাতেন। অভিযোগ রয়েছে, প্রতিদিনের জুয়ার আসর থেকে তিনি ৪০-৫০ হাজার টাকা আয় করতেন এবং এই টাকার একটি বড় অংশ প্রভাবশালী মহলের সঙ্গে ভাগাভাগি করতেন।

অনেক ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছেন, মনুর কারণে বহু পরিবার সর্বস্বান্ত হয়ে রাস্তায় নেমেছে। শুধু পঞ্চগড় নয়, পাশের জেলা থেকেও জুয়ারীদের এনে বড় আকারের আসর বসাতেন তিনি। স্থানীয়দের দাবি, মনু আওয়ামী লীগ আমলে কুখ্যাত সন্ত্রাসী হাসনাতের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিতি লাভ করেন।

শেয়ার করুন