১০:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবি

ঢাবিতে পূর্ণ দিবস ধর্মঘট, একাডেমিক ভবনে তালা

ইউএনএ প্রতিবেদক
  • আপডেট: ০৯:৩৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / 14

ঢাবির একাডেমিক-প্রশাসনিক ভবনে তালা- ছবি : সংগৃহীত

ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্ধবেলা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা প্রত্যাখ্যান করে পূর্ণদিবস ধর্মঘট ঘোষণা করেছে ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ নামে একটি প্লাটফর্ম। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ওই প্লাটফর্ম এ কর্মসূচি পালন করে।

এর আগে সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার প্রশাসনের অর্ধবেলা শোক পালনের সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ নামের নতুন এই প্লাটফর্মের অধীনে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং কয়েকটি বাম সংগঠনের আধিক্য দেখা গেছে।

প্রতিবাদের শুরুতেই তারা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে তালা দেয়। পরে কলাভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনে তালা দেয়।

এসময় একটি মিছিলের মাধ্যমে তারা ‘বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রদানে ব্যর্থ’ উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং প্রক্টর ড. সাইফুদ্দীন আহমেদের পদত্যাগ দাবি করেন।

মিছিলে উপস্থিত ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের দপ্তর সম্পাদক সাকিব বিশ্বাস বলেন, আমরা উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে সামাজিক বিজ্ঞান ভবন, কলা ভবন, ব্যবসায় শিক্ষা ভবনে তালা দিয়েছি। বিজ্ঞান বিভাগের একাডেমিক ভবনগুলোতেও তালা দেওয়া হবে। এছাড়া আমরা পূর্ণদিবস ধর্মঘট হিসেবে প্রশাসনিক ভবনে তালা দেব।

ঢাবি শিক্ষার্থী সাম্যের মৃত্যুতে শুক্রবার প্রশাসনের অর্ধবেলা শোক প্রত্যাখ্যান করে পূর্ণদিবস ক্লাস-পরীক্ষা বর্জন ও ধর্মঘটের আহ্বান করেছে ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’। প্লাটফর্মের পক্ষ থেকে শিক্ষার্থীদের শুক্রবার কোনো ক্লাস কিংবা পরীক্ষায় অংশগ্রহণ না করার এবং সকল প্রশাসনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

ধর্মঘট শেষে বিকেল ৫টায় অপরাজেয় বাংলার পাদদেশে ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ হবে।

জাপানিজ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও মাস্টার দা সূর্য সেন হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবিদ উর রহমান মিশু বলেন, আমাদের দাবি দুটি। ভিসি ও প্রক্টরের পদত্যাগ ও নিরাপদ ক্যাম্পাসের দাবি। একইসঙ্গে সাম্যর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবি

ঢাবিতে পূর্ণ দিবস ধর্মঘট, একাডেমিক ভবনে তালা

আপডেট: ০৯:৩৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

ঢাবির একাডেমিক-প্রশাসনিক ভবনে তালা- ছবি : সংগৃহীত

ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্ধবেলা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা প্রত্যাখ্যান করে পূর্ণদিবস ধর্মঘট ঘোষণা করেছে ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ নামে একটি প্লাটফর্ম। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ওই প্লাটফর্ম এ কর্মসূচি পালন করে।

এর আগে সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার প্রশাসনের অর্ধবেলা শোক পালনের সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ নামের নতুন এই প্লাটফর্মের অধীনে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং কয়েকটি বাম সংগঠনের আধিক্য দেখা গেছে।

প্রতিবাদের শুরুতেই তারা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে তালা দেয়। পরে কলাভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনে তালা দেয়।

এসময় একটি মিছিলের মাধ্যমে তারা ‘বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রদানে ব্যর্থ’ উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং প্রক্টর ড. সাইফুদ্দীন আহমেদের পদত্যাগ দাবি করেন।

মিছিলে উপস্থিত ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের দপ্তর সম্পাদক সাকিব বিশ্বাস বলেন, আমরা উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে সামাজিক বিজ্ঞান ভবন, কলা ভবন, ব্যবসায় শিক্ষা ভবনে তালা দিয়েছি। বিজ্ঞান বিভাগের একাডেমিক ভবনগুলোতেও তালা দেওয়া হবে। এছাড়া আমরা পূর্ণদিবস ধর্মঘট হিসেবে প্রশাসনিক ভবনে তালা দেব।

ঢাবি শিক্ষার্থী সাম্যের মৃত্যুতে শুক্রবার প্রশাসনের অর্ধবেলা শোক প্রত্যাখ্যান করে পূর্ণদিবস ক্লাস-পরীক্ষা বর্জন ও ধর্মঘটের আহ্বান করেছে ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’। প্লাটফর্মের পক্ষ থেকে শিক্ষার্থীদের শুক্রবার কোনো ক্লাস কিংবা পরীক্ষায় অংশগ্রহণ না করার এবং সকল প্রশাসনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

ধর্মঘট শেষে বিকেল ৫টায় অপরাজেয় বাংলার পাদদেশে ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ হবে।

জাপানিজ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও মাস্টার দা সূর্য সেন হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবিদ উর রহমান মিশু বলেন, আমাদের দাবি দুটি। ভিসি ও প্রক্টরের পদত্যাগ ও নিরাপদ ক্যাম্পাসের দাবি। একইসঙ্গে সাম্যর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন