০২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে কমিশন কাজ করছে : ইসি মাছউদ

ইউএনএ প্রতিনিধি, রাজশাহী
  • আপডেট: ০১:৫৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • / 14

রাজশাহী সার্কিট হাউস সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন ও জেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ  -ফাইল ফটো

প্রধান উপদেষ্টার নির্ধারিত সময়সীমা অনুযায়ী ২০২৬ সালের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি জানান, সেই লক্ষ্যকে সামনে রেখে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে।

রোববার (১৮ মে) রাতে রাজশাহী সার্কিট হাউস সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন ও জেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা আশা করছি, প্রধান উপদেষ্টা যে সময়সীমা দিয়েছেন, সে অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন একটি বাস্তবায়নকারী সংস্থা। তাই সব সময়ই আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হয়। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে যা যা করা প্রয়োজন কমিশন তা করছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, পুলিশ সুপার ফারজানা ইসলাম, এবং রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।

সভায় রাজশাহী বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও নির্বাচন অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে কমিশন কাজ করছে : ইসি মাছউদ

আপডেট: ০১:৫৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

রাজশাহী সার্কিট হাউস সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন ও জেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ  -ফাইল ফটো

প্রধান উপদেষ্টার নির্ধারিত সময়সীমা অনুযায়ী ২০২৬ সালের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি জানান, সেই লক্ষ্যকে সামনে রেখে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে।

রোববার (১৮ মে) রাতে রাজশাহী সার্কিট হাউস সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন ও জেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা আশা করছি, প্রধান উপদেষ্টা যে সময়সীমা দিয়েছেন, সে অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন একটি বাস্তবায়নকারী সংস্থা। তাই সব সময়ই আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হয়। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে যা যা করা প্রয়োজন কমিশন তা করছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, পুলিশ সুপার ফারজানা ইসলাম, এবং রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।

সভায় রাজশাহী বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও নির্বাচন অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

শেয়ার করুন