০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

ফের বিসিবিতে দুদকের অভিযান

ইউএনএ প্রতিবেদক
  • আপডেট: ১২:১৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / 14

বিসিবিতে দুদকের অভিযান-ফাইল ছবি

গত মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হাজির হয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার এক মাস না পেরোতেই শনিবার ফের বোর্ডে তল্লাশি চালিয়েছে দুদক।

তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটে অনিয়ম, বিসিবির গঠনতন্ত্রে অসংগতি ও আর্থিক দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেছে দুদকের একটি দল। মিরপুর স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে শনিবার দুপুরে যায় দুদকের চার সদস্যের একটি দল। প্রায় তিন ঘণ্টা তারা বিসিবির বিভিন্ন বিভাগ থেকে নথিপত্র যাচাই করে।

এর আগে গত মাসে দুদফা বিসিবিতে তল্লাশি চালিয়েছিল দুদক। দুদকের ওই দলটি ২৭টি অভিযোগের বিভিন্ন নথিপত্র ও কাগজ চেয়েছিল। দুদক জানায়, এবার কিছু অসংগতি পাওয়া গেছে।

দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ জানান, অভিযোগের সব রেকর্ডপত্র তারা সংগ্রহ করেছেন। তিনি বলেন, তৃতীয় বিভাগ বাছাইয়ে অনিয়ম এবং পাশাপাশি বিসিবির গঠনতন্ত্র এবং অন্যান্য আর্থিক অথবা বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের বিষয় সার্বিক অভিযোগ নিয়ে আমরা এসেছি।

বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করেছি। সেগুলো পর্যালোচনা করলাম। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বললাম। আরও কিছু রেকর্ডপত্র পর্যালোচনা করব, কিছু বক্তব্য গ্রহণ করব।

এর আগে বিসিবির আগের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে মোট ২৭টি অভিযোগের রেকর্ডপত্রের কপি বিসিবির কাছে চেয়েছিল দুদক। শনিবার দুদকের দল নির্দিষ্ট তিনটি অভিযোগ নিয়ে কাজ করেছে।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ফের বিসিবিতে দুদকের অভিযান

আপডেট: ১২:১৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

বিসিবিতে দুদকের অভিযান-ফাইল ছবি

গত মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হাজির হয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার এক মাস না পেরোতেই শনিবার ফের বোর্ডে তল্লাশি চালিয়েছে দুদক।

তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটে অনিয়ম, বিসিবির গঠনতন্ত্রে অসংগতি ও আর্থিক দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেছে দুদকের একটি দল। মিরপুর স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে শনিবার দুপুরে যায় দুদকের চার সদস্যের একটি দল। প্রায় তিন ঘণ্টা তারা বিসিবির বিভিন্ন বিভাগ থেকে নথিপত্র যাচাই করে।

এর আগে গত মাসে দুদফা বিসিবিতে তল্লাশি চালিয়েছিল দুদক। দুদকের ওই দলটি ২৭টি অভিযোগের বিভিন্ন নথিপত্র ও কাগজ চেয়েছিল। দুদক জানায়, এবার কিছু অসংগতি পাওয়া গেছে।

দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ জানান, অভিযোগের সব রেকর্ডপত্র তারা সংগ্রহ করেছেন। তিনি বলেন, তৃতীয় বিভাগ বাছাইয়ে অনিয়ম এবং পাশাপাশি বিসিবির গঠনতন্ত্র এবং অন্যান্য আর্থিক অথবা বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের বিষয় সার্বিক অভিযোগ নিয়ে আমরা এসেছি।

বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করেছি। সেগুলো পর্যালোচনা করলাম। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বললাম। আরও কিছু রেকর্ডপত্র পর্যালোচনা করব, কিছু বক্তব্য গ্রহণ করব।

এর আগে বিসিবির আগের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে মোট ২৭টি অভিযোগের রেকর্ডপত্রের কপি বিসিবির কাছে চেয়েছিল দুদক। শনিবার দুদকের দল নির্দিষ্ট তিনটি অভিযোগ নিয়ে কাজ করেছে।

শেয়ার করুন