০৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

বিপিজেএ এর জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ‘রূপসী বাংলা’ উদ্বোধন

ইউএনএ ডেস্ক
  • আপডেট: ১০:৫৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 37

বিপিজেএ জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ‘রূপসী বাংলা’ প্রদর্শনী ও প্রতিযোগিতার উদ্বোধন করেন  সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ – ছবি : ইউএনএ

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শুরু হয়েছে বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের আয়াজনে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ‘রূপসী বাংলা’।  বুধবার (২৮ মে ) জাতীয় প্রেস ক্লাব পশ্চিম গ্যালারিতে সপ্তাহব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিউবা’র অনারারি কনস্যুল ওবেইদ জায়গীরদার, জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সভাপতি শহিদুল ইসলাম এবং বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদার।

আলোকচিত্র প্রতিযোগিতার বিজয়ী তিন জনের নাম ঘোষণা করে প্রধান অতিথি বলেন, সাহসী তরুণরা রূপসী বাংলার অংশ। তাদের ত্যাগ, আন্দোলন ও সফলতার আর্কাইভ থাকতে হবে।

তিনি আরো বলেন, বহুত্ববাদী বাংলাদেশ গড়তে নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। ফটো সাংবাদিকসহ একসাথে সকলের কাজ করতে হবে।

২০২৪-এর জুলাই বিপ্লবে জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতার সাথে ফটো সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের জন্য সকলকে ধন্যবাদও জানান তিনি।

আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার আহ্বায়ক নাসিম সিকদার জানান, সারাদেশ থেকে জমাকৃত প্রায় ৫০০ আলোকচিত্র থেকে বাছাইকৃত ৯১টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।

প্রদর্শনীর ব্যবস্থাপক ও স্মরনিকা প্রকাশনার আহ্বায়ক মো. সৌরভ বলেন, উদ্বোধনী দিনের পর নির্বাচিত আলোকচিত্র বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের কার্যালয়ে প্রদর্শিত হবে।

আলোকচিত্র প্রতিযোগিতায় ১ম হয়েছেন দৈনিক পূর্বদেশ পত্রিকার এম. হায়দার আলী, ২য় স্থান অধিকার করেন দেশকাল নিউজের শামরুল হক রিপন এবং ৩য় স্থানের জন্য নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের মো. রাশেদ।

প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন এ বি এম রফিকুর রহমান, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মনিরুল আলম এবং মুনিরুজ্জামান। প্রদর্শনীটি শেষ হবে আগামী ৩ জুন।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

বিপিজেএ এর জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ‘রূপসী বাংলা’ উদ্বোধন

আপডেট: ১০:৫৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

বিপিজেএ জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ‘রূপসী বাংলা’ প্রদর্শনী ও প্রতিযোগিতার উদ্বোধন করেন  সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ – ছবি : ইউএনএ

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শুরু হয়েছে বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের আয়াজনে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ‘রূপসী বাংলা’।  বুধবার (২৮ মে ) জাতীয় প্রেস ক্লাব পশ্চিম গ্যালারিতে সপ্তাহব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিউবা’র অনারারি কনস্যুল ওবেইদ জায়গীরদার, জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সভাপতি শহিদুল ইসলাম এবং বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদার।

আলোকচিত্র প্রতিযোগিতার বিজয়ী তিন জনের নাম ঘোষণা করে প্রধান অতিথি বলেন, সাহসী তরুণরা রূপসী বাংলার অংশ। তাদের ত্যাগ, আন্দোলন ও সফলতার আর্কাইভ থাকতে হবে।

তিনি আরো বলেন, বহুত্ববাদী বাংলাদেশ গড়তে নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। ফটো সাংবাদিকসহ একসাথে সকলের কাজ করতে হবে।

২০২৪-এর জুলাই বিপ্লবে জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতার সাথে ফটো সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের জন্য সকলকে ধন্যবাদও জানান তিনি।

আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার আহ্বায়ক নাসিম সিকদার জানান, সারাদেশ থেকে জমাকৃত প্রায় ৫০০ আলোকচিত্র থেকে বাছাইকৃত ৯১টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।

প্রদর্শনীর ব্যবস্থাপক ও স্মরনিকা প্রকাশনার আহ্বায়ক মো. সৌরভ বলেন, উদ্বোধনী দিনের পর নির্বাচিত আলোকচিত্র বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের কার্যালয়ে প্রদর্শিত হবে।

আলোকচিত্র প্রতিযোগিতায় ১ম হয়েছেন দৈনিক পূর্বদেশ পত্রিকার এম. হায়দার আলী, ২য় স্থান অধিকার করেন দেশকাল নিউজের শামরুল হক রিপন এবং ৩য় স্থানের জন্য নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের মো. রাশেদ।

প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন এ বি এম রফিকুর রহমান, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মনিরুল আলম এবং মুনিরুজ্জামান। প্রদর্শনীটি শেষ হবে আগামী ৩ জুন।

শেয়ার করুন