বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের লভ্যাংশ দেবে বিসিবি

- আপডেট: ১১:৫৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / 10
ছবি : প্রতীকি
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দীর্ঘদিন ধরেই ফ্র্যাঞ্চাইজিগুলোর অভিযোগ ছিল তারা টুর্নামেন্ট থেকে কোনো লভ্যাংশ পান না। অবশেষে ফ্র্যাঞ্চাইজিদের সেই দাবির প্রতি সাড়া দিয়ে লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার (২৬ মে) অনুষ্ঠিত বিপিএলের গভর্নিং কাউন্সিলের সভায় ফ্র্যাঞ্চাইজিদের লভ্যাংশ প্রদানের বিষয়টি চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়। তবে এ লভ্যাংশ পেতে ফ্র্যাঞ্চাইজিগুলোকে একটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে।
বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সর্বশেষ বিপিএল আসরে অংশ নেওয়া দেশি ও বিদেশি খেলোয়াড় এবং কোচিং স্টাফদের বকেয়া পারিশ্রমিক ঈদুল আজহার আগেই পরিশোধ করতে হবে। কোন দল কত শতাংশ বকেয়া পরিশোধ করেছে, সে অনুযায়ী তাদের লভ্যাংশ দেওয়া হবে।
যদি কোনো ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড় বা কোচদের পাওনা বুঝিয়ে না দেয় তাহলে শুধু লভ্যাংশ থেকেই বঞ্চিত হবে না। বরং বিসিবি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও গ্রহণ করবে।
এর আগে বিসিবি জানিয়েছিল, বিপিএলে অংশ নেওয়া সাতটি দলের মধ্যে প্লে-অফে খেলা চার দলকে ৫৫ লাখ টাকা এবং গ্রুপ পর্বে বাদ পড়া তিন দলকে ৪৫ লাখ টাকা করে লভ্যাংশ দেওয়া হবে।