০৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

বিরল ‘ফিল্ড মার্শাল’ স্বীকৃতি পেলেন আসিম মুনির

স্টাফ রিপোর্টার
  • আপডেট: ১০:৪৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • / 18

সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনির -ফাইল ছবি

পাকিস্তানের মন্ত্রিসভা সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতির প্রস্তাবে অনুমোদন দিয়েছে। ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের সময়ে তার সাহসিকতা ও বিচক্ষণতার স্বীকৃতি হিসেবেই এই পদোন্নতি দেওয়া হয়েছে। খবর ডনের।

ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘর্ষ শুরু হয় গত মাসে পহেলগাম হামলা নিয়ে চলমান উত্তেজনার জেরে। চলতি মাসের শুরুর দিকে ভারত পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে একাধিক হামলা চালায়।

জবাবে পাকিস্তানও ভারতে হামলা চালায়। ইসলামাবাদের দাবি, তারা তখন পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে। ১০ মে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান।

ফিল্ড মার্শাল সেনাবাহিনীর সর্বোচ্চ পদ যা মূলত ব্রিটিশ সেনা কাঠামো অনুসরণকারী দেশগুলোতে দেখা যায়। পাকিস্তানে প্রথম এই উপাধি দেওয়া হয়েছিল জেনারেল মোহাম্মদ আইয়ুব খানকে যা ছিল দেশটির ইতিহাসে প্রথম।

ফিল্ড মার্শাল কোনো সাধারণ পদোন্নতি নয়। একজন সেনা কর্মকর্তার অসাধারণ নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচকভাবে এই পদোন্নতি দেওয়া হয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত ফেডারেল মন্ত্রিসভার বৈঠক শেষে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী কার্যালয় (পিএমও) জানায়, দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং ‘মারকায়ে হক’ ও ‘অপারেশন বুনইয়ান উন মারসুসে’ শত্রুকে পরাজিত করার ক্ষেত্রে দূরদর্শী কৌশল ও সাহসী নেতৃত্ব প্রদর্শনের স্বীকৃতি হিসেবে জেনারেল সৈয়দ আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

বিরল ‘ফিল্ড মার্শাল’ স্বীকৃতি পেলেন আসিম মুনির

আপডেট: ১০:৪৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনির -ফাইল ছবি

পাকিস্তানের মন্ত্রিসভা সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতির প্রস্তাবে অনুমোদন দিয়েছে। ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের সময়ে তার সাহসিকতা ও বিচক্ষণতার স্বীকৃতি হিসেবেই এই পদোন্নতি দেওয়া হয়েছে। খবর ডনের।

ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘর্ষ শুরু হয় গত মাসে পহেলগাম হামলা নিয়ে চলমান উত্তেজনার জেরে। চলতি মাসের শুরুর দিকে ভারত পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে একাধিক হামলা চালায়।

জবাবে পাকিস্তানও ভারতে হামলা চালায়। ইসলামাবাদের দাবি, তারা তখন পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে। ১০ মে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান।

ফিল্ড মার্শাল সেনাবাহিনীর সর্বোচ্চ পদ যা মূলত ব্রিটিশ সেনা কাঠামো অনুসরণকারী দেশগুলোতে দেখা যায়। পাকিস্তানে প্রথম এই উপাধি দেওয়া হয়েছিল জেনারেল মোহাম্মদ আইয়ুব খানকে যা ছিল দেশটির ইতিহাসে প্রথম।

ফিল্ড মার্শাল কোনো সাধারণ পদোন্নতি নয়। একজন সেনা কর্মকর্তার অসাধারণ নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচকভাবে এই পদোন্নতি দেওয়া হয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত ফেডারেল মন্ত্রিসভার বৈঠক শেষে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী কার্যালয় (পিএমও) জানায়, দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং ‘মারকায়ে হক’ ও ‘অপারেশন বুনইয়ান উন মারসুসে’ শত্রুকে পরাজিত করার ক্ষেত্রে দূরদর্শী কৌশল ও সাহসী নেতৃত্ব প্রদর্শনের স্বীকৃতি হিসেবে জেনারেল সৈয়দ আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

শেয়ার করুন