০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

রাশিয়ায় সেতু ধসে ট্রেন লাইনচ্যুত, নিহত ৭

ইউএনএ ডেস্ক
  • আপডেট: ১১:২২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 11

রেল লাইনের ওপর একটি সেতু ধসে পড়ার ফলে সাতজন নিহত এবং দুই শিশুসহ ৩০ জন আহত হয়েছেন – ছবি : সংগৃহীত 

ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে একটি সেতু ধসে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় কমপক্ষে সাতজন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। মস্কো রেলওয়ে কর্তৃপক্ষ এ দুর্ঘটনাকে অবৈধ হস্তক্ষেপ বলে অভিযোগ করেছে। আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার বোগোমাজ এ তথ্য জানিয়েছেন। খবর বার্তাসংস্থা এএফপি’র।

আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার বোগোমাজ টেলিগ্রামে জানিয়েছেন, রেল লাইনের ওপর একটি সেতু ধসে পড়ার ফলে সাতজন নিহত এবং দুই শিশুসহ ৩০ জন আহত হয়েছেন। তিনি বলেন, আহতদের ব্রায়ানস্ক অঞ্চলের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

বিবিসি লিখেছে, ব্রিয়ানস্ক এলাকার সেতুটি ধসে কয়েকটি ভারী ট্রাক যাত্রীবাহী একটি চলন্ত ট্রেনের ওপর পড়ে।

মস্কো রেলওয়ে জানিয়েছে, পরিবহন পরিচালনায় অবৈধ হস্তক্ষেপের ফলে একটি সেতুর স্প্যান ভেঙে পড়ার কারণে ক্লিমোভো এবং মস্কোর মধ্যে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মী অভিযান শুরু করে।

মস্কো রেলওয়ে টেলিগ্রামে জানিয়েছে, ব্রায়ানস্ক অঞ্চলের পিলশিনো এবং ভাইগোনিচি স্টেশনে স্থানীয় সময় গত রাত ১০টা ৪৪ মিনিটে এ দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটি ক্লিমোভো শহর থেকে মস্কোর দিকে যাচ্ছিল। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত।

সংস্থাটি আরো জানিয়েছে, এই দুর্ঘটনার ফলে অন্যান্য ট্রেন চলাচলের ওপর প্রভাব ফেলেনি। রাশিয়ার কর্তৃপক্ষের অনলাইনে প্রকাশিত ছবিতে সেতুর একটি ধসে পড়া অংশ এবং ক্ষতিগ্রস্ত যানবাহন দেখা যাচ্ছে।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

রাশিয়ায় সেতু ধসে ট্রেন লাইনচ্যুত, নিহত ৭

আপডেট: ১১:২২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

রেল লাইনের ওপর একটি সেতু ধসে পড়ার ফলে সাতজন নিহত এবং দুই শিশুসহ ৩০ জন আহত হয়েছেন – ছবি : সংগৃহীত 

ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে একটি সেতু ধসে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় কমপক্ষে সাতজন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। মস্কো রেলওয়ে কর্তৃপক্ষ এ দুর্ঘটনাকে অবৈধ হস্তক্ষেপ বলে অভিযোগ করেছে। আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার বোগোমাজ এ তথ্য জানিয়েছেন। খবর বার্তাসংস্থা এএফপি’র।

আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার বোগোমাজ টেলিগ্রামে জানিয়েছেন, রেল লাইনের ওপর একটি সেতু ধসে পড়ার ফলে সাতজন নিহত এবং দুই শিশুসহ ৩০ জন আহত হয়েছেন। তিনি বলেন, আহতদের ব্রায়ানস্ক অঞ্চলের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

বিবিসি লিখেছে, ব্রিয়ানস্ক এলাকার সেতুটি ধসে কয়েকটি ভারী ট্রাক যাত্রীবাহী একটি চলন্ত ট্রেনের ওপর পড়ে।

মস্কো রেলওয়ে জানিয়েছে, পরিবহন পরিচালনায় অবৈধ হস্তক্ষেপের ফলে একটি সেতুর স্প্যান ভেঙে পড়ার কারণে ক্লিমোভো এবং মস্কোর মধ্যে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মী অভিযান শুরু করে।

মস্কো রেলওয়ে টেলিগ্রামে জানিয়েছে, ব্রায়ানস্ক অঞ্চলের পিলশিনো এবং ভাইগোনিচি স্টেশনে স্থানীয় সময় গত রাত ১০টা ৪৪ মিনিটে এ দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটি ক্লিমোভো শহর থেকে মস্কোর দিকে যাচ্ছিল। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত।

সংস্থাটি আরো জানিয়েছে, এই দুর্ঘটনার ফলে অন্যান্য ট্রেন চলাচলের ওপর প্রভাব ফেলেনি। রাশিয়ার কর্তৃপক্ষের অনলাইনে প্রকাশিত ছবিতে সেতুর একটি ধসে পড়া অংশ এবং ক্ষতিগ্রস্ত যানবাহন দেখা যাচ্ছে।

শেয়ার করুন