লায়লা ও প্রিন্সের নতুন বিতর্ক

- আপডেট: ০৮:৪৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
- / 28
টিকটক কনটেন্ট নির্মাতা লায়লা আখতার ও প্রিন্স মামুন – ছবি : সংগৃহীত
আলোচিত-সমালোচিত টিকটক কনটেন্ট নির্মাতা লায়লা আখতার ও প্রিন্স মামুনকে ঘিরে নতুন বিতর্ক। কারণে অকারণে তারা আলোচনায় আসেন সমালোচনার জন্ম দিয়ে। সম্প্রতি আবার ব্যক্তিগত বিষয় নিয়ে এই দুজন নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন।
দেখা গেছে, টিকটকার লায়লার বাসায় প্রবেশ করে একটি ফেসবুক লাইভ করেন টিকটক কনটেন্ট নির্মাতা প্রিন্স মামুন। ওই লাইভে লায়লার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলেন মামুন। এমনকি গালিগালাজ করতেও শোনা যায়। এরপরই মুখ খোলেন টিকটক অভিনেত্রী।
রোবাবার (১১ মে) মধ্যরাতে ‘লিংক ভাইরাল হওয়ার পর মামুনকে নিয়ে এটাই লায়লার শেষ কথা’ শিরোনামে একটি ভিডিও পোস্ট করেছেন।
যেখানে লায়লাকে বলতে শোনা গেছে , সব সময় আপনারা আমাকে খারাপ চোখে দেখেছেন। আপনারা মনে করেন আমিই ভিলেন। কিন্তু বলে রাখি একজন প্রাপ্ত বয়স্ক মানুষকে কখনও আটকে রাখা যায় না। কেন আমাকে খারাপ বানানো হয়?
তিনি যোগ করেন, আমি মামুনকে নেশা করতে বাধা দেই। মদ না খাওয়ার জন্য বলি আর মেয়েদের সঙ্গে নষ্টামি করতে নিষেধ করি। এই তিন কারণে আমাকে খারাপ বানানো হয়েছে, হয় এবং আগামীতেও হবে! এই তিনটি কারণে ২০২৩ সালে আমাকে হত্যার উদ্দেশে হামলা করা হয়েছিল।
আলোচিত এই টিকটক অভিনেত্রী ভিডিও বার্তায় দাবি করেছেন, প্রিন্স মামুন আমার পেটে লাথি দিয়ে বাচ্চা নষ্ট করেছে। তারপরও কোনো অভিযোগ করিনি। সে (মামুন) আমার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছে। তাছাড়া গাড়ি, বাড়ি কিনে দিতে হবে সেইজন্য শনিবার সকালে সে আমার বাসায় অনুপ্রবেশ করে গালিগালাজ করে।
ওই ভিডিও বার্তায় নিজের ভালোবাসা কথাও জানান লায়লা। অভিনেত্রীর ভাষ্য, আমি তাকে অন্ধের মতো ভালোবাসতাম। অন্ধের মতো বিশ্বাস করতাম। ও যদি বলে এইটা ডাক দিক তাহলে আমি ধরে নিতাম এটাই ডান দিক। যদি বলে বাম দিক তাহলে বাম দিক। আল্লাহ ভালো জানে আমি মামুনকে কতটা ভালোবাসতাম। আমি তাকে ভালো রাখতে চেয়েছিলেন।
অপরদিকে এ ঘটনার প্রেক্ষিতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন প্রিন্স মামুন। তিনি দাবি করেছেন লায়লার বয়স ৫০ ও লায়লার সঙ্গে তার সম্পর্ক শুধুই বন্ধুত্বের। শুধু তাই নয়, মামলা করে তাকে নাচাচ্ছেন লায়লা।
মামুন বলেন, আমার সঙ্গে লায়লার ৩ বছরের সম্পর্ক ছিল। এর মধ্যে আমি কখনোই তার ভোটার আইডি কার্ডটাও দেখিনি। আমার জন্ম ২০০৪ সালে। বয়স দেখে ভালোবাসা হয় না। বয়স একটা নাম্বার। ভালোবাসা, হয়ে যায়, মায়া হয়ে। কিন্তু সেই মায়াটা যে এমন ভয়ঙ্কর রূপ নেবে তা তো আমি জানতাম না।
মামুন বলেন, ওর সঙ্গে আমার কথা হয়েছে আমরা সারাজীবন ভালো একটা ফ্রেন্ড থাকবো। এখন এসে যখন জানলাম ওর ব্যাকগ্রাউন্ড এমন অবস্থা। তাহলে ওর সঙ্গে ফ্রেন্ডের বাইরে আগানোও যাবে না। যখন আমি ব্যাক করতে যাচ্ছি, ওই টাইমটাতেই ও আমাকে টাকায় দিচ্ছে। আমাকে বের হতে দিচ্ছে না।
আমার বিরুদ্ধে মামলা করে রাখছে। মামলা তোলে না। কদিন আগে বলছে মামলা তুলবে। কিন্তু তোলে না। আমাকে যেভাবে বলে আমি সেভাবেই চলি। কিন্তু আমি পুতুলের মতোই নাচছি। এখন সমস্যা হচ্ছে আমি মেয়ে বন্ধুদের নিয়ে ঘুরলাম কেন। এক প্রশ্নের জবাবে প্রিন্স মামুন বলেন, লায়লার মেয়ের বয়স ৫০। সে অ্যাটেনশন সিকার।