১১:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

শাকিব খানের ‘বরবাদ’ ডিস্ট্রিবিউশন করছে পিএইচএফ

ইউএনএ প্রতিবেদক
  • আপডেট: ০২:৫৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • / 23

‘বরবাদ’ সিনেমাপ্রেমীদের মনে দাগ কেটেছে-ছবি : সংগৃহীত

বৃহস্পতিবার জনপ্রিয় অভিনেতা শাকিব খানের ‘বরবাদ’মুক্তি পেয়েছে সংযুক্ত আরব আমিরাত (দুবাই), ওমান, কাতার ও বাহরাইনে। সেখানে সিনেমাটি ডিসট্রিবিউশন করছে পিএইচএফ।

এর আগে ‘বাহুবলী’, ‘আরআরআর’, ‘মারকো’ ও ‘হিট’-এর মতো ব্লকবাস্টার সিনেমার মধ্যপ্রাচ্য মুক্তিতে যুক্ত ছিল এই পরিবেশক প্রতিষ্ঠান। নিয়মিত বলিউড, মালায়লামসহ বিভিন্ন ছবি পরিবেশনা করে থাকে তারা।

এবারের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘বরবাদ’ সিনেমাপ্রেমীদের মনে দাগ কেটেছে। দেশের সিনেমা হলগুলোতে দাপটের সাথে চলছে সিনেমাটি। সেই ধারাবাহিকতা ধরে রেখেছে বিদেশের মাটিতেও। দেশে মুক্তির প্রায় দুই সপ্তাহ পর ১৮ এপ্রিল আন্তর্জাতিক অঙ্গনে মুক্তি দেওয়া হয়। এরইমধ্যে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, ডেনমার্ক, মালয়েশিয়ার পর ‘বরবাদ’ পৌঁছে গেছে মরুর দেশে।

বরবাদের প্রযোজক শাহরিন আক্তার সুমি জানান, এ সিনেমার মাধ্যমে প্রথম বাংলাদেশি কোনো সিনেমা ডিস্ট্রিবিউশন করছে পিএইচএফ।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে সেন্সর করে সিনেমা রিলিজ করা সময় সাপেক্ষ ব্যাপার। সবকিছু গুছিয়ে আনতে কিছুটা সময় লেগেছে। মধ্যপ্রাচ্যে প্রচুর বাংলাদেশি থাকেন। সেইসঙ্গে ইন্ডিয়ান থাকেন। আশা করছি তারা সকলে থিয়েটারে গিয়ে বরবাদ দেখবেন।

পরিচালক মেহেদী হাসান হৃদয় তার প্রথম ছবিতে দর্শকদের প্রত্যাশা পূরণে সফল হয়েছেন। সিনেমার অ্যাকশন ও রোমান্টিক দৃশ্যের পাশাপাশি টলিউড অভিনেত্রী ইধিকা পালের সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যতা হলের দর্শকদের আনন্দে ভাসিয়েছে।

শাকিব খান ছাড়াও আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ।

এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান। সিনেমাটি মুক্তির একমাসে প্রায় ৭৫ কোটি টাকার ব্যবসা করেছে।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

শাকিব খানের ‘বরবাদ’ ডিস্ট্রিবিউশন করছে পিএইচএফ

আপডেট: ০২:৫৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

‘বরবাদ’ সিনেমাপ্রেমীদের মনে দাগ কেটেছে-ছবি : সংগৃহীত

বৃহস্পতিবার জনপ্রিয় অভিনেতা শাকিব খানের ‘বরবাদ’মুক্তি পেয়েছে সংযুক্ত আরব আমিরাত (দুবাই), ওমান, কাতার ও বাহরাইনে। সেখানে সিনেমাটি ডিসট্রিবিউশন করছে পিএইচএফ।

এর আগে ‘বাহুবলী’, ‘আরআরআর’, ‘মারকো’ ও ‘হিট’-এর মতো ব্লকবাস্টার সিনেমার মধ্যপ্রাচ্য মুক্তিতে যুক্ত ছিল এই পরিবেশক প্রতিষ্ঠান। নিয়মিত বলিউড, মালায়লামসহ বিভিন্ন ছবি পরিবেশনা করে থাকে তারা।

এবারের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘বরবাদ’ সিনেমাপ্রেমীদের মনে দাগ কেটেছে। দেশের সিনেমা হলগুলোতে দাপটের সাথে চলছে সিনেমাটি। সেই ধারাবাহিকতা ধরে রেখেছে বিদেশের মাটিতেও। দেশে মুক্তির প্রায় দুই সপ্তাহ পর ১৮ এপ্রিল আন্তর্জাতিক অঙ্গনে মুক্তি দেওয়া হয়। এরইমধ্যে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, ডেনমার্ক, মালয়েশিয়ার পর ‘বরবাদ’ পৌঁছে গেছে মরুর দেশে।

বরবাদের প্রযোজক শাহরিন আক্তার সুমি জানান, এ সিনেমার মাধ্যমে প্রথম বাংলাদেশি কোনো সিনেমা ডিস্ট্রিবিউশন করছে পিএইচএফ।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে সেন্সর করে সিনেমা রিলিজ করা সময় সাপেক্ষ ব্যাপার। সবকিছু গুছিয়ে আনতে কিছুটা সময় লেগেছে। মধ্যপ্রাচ্যে প্রচুর বাংলাদেশি থাকেন। সেইসঙ্গে ইন্ডিয়ান থাকেন। আশা করছি তারা সকলে থিয়েটারে গিয়ে বরবাদ দেখবেন।

পরিচালক মেহেদী হাসান হৃদয় তার প্রথম ছবিতে দর্শকদের প্রত্যাশা পূরণে সফল হয়েছেন। সিনেমার অ্যাকশন ও রোমান্টিক দৃশ্যের পাশাপাশি টলিউড অভিনেত্রী ইধিকা পালের সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যতা হলের দর্শকদের আনন্দে ভাসিয়েছে।

শাকিব খান ছাড়াও আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ।

এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান। সিনেমাটি মুক্তির একমাসে প্রায় ৭৫ কোটি টাকার ব্যবসা করেছে।

শেয়ার করুন