০৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

সকল প্রকার জ্বালানি তেলের দাম কমল

ইউএনএ প্রতিবেদক
  • আপডেট: ০১:০৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 11

ফাইল ছবি

সকল প্রকার জ্বালানি তেলের দাম কমেছে। প্রতি লিটার ডিজেলের দাম লিটারে কমেছে ২ টাকা। আর অকটেন ও পেট্রলের দাম লিটারে কমেছে ৩ টাকা। ১ জুন থেকে এই দাম কার্যকর হবে। শনিবার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে।

প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি তেলের দাম ঘোষণা করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোক্তা পর্যায় প্রতি লিটার ডিজেলের দাম ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা করা হয়েছে। পেট্রলের দাম ১২১ টাকা থেকে লিটারে ৩ টাকা কমিয়ে ১১৮ টাকা করা হয়েছে। আর অকটেনের দাম ১২৫ টাকা লিটার থেকে কমিয়ে ১২২ টাকা করা হয়েছে।

এর আগে গত মাসেও জ্বালানি তেলের দাম কমিয়েছিল সরকার। সেবার অকটেন, পেট্রল ও ডিজেলে লিটার প্রতি ১ টাকা কমানো হয়েছিল।

গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করেছে সরকার। সে হিসাবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়।

জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি। এতে বলা হয়, দেশে ব্যবহৃত অকটেন ও পেট্রল ব্যক্তিগত যানবাহনে বেশি ব্যবহৃত হয়। তাই বাস্তবতার নিরিখে বিলাসদ্রব্য (লাক্সারি আইটেম) হিসেবে সব সময় ডিজেলের চেয়ে অকটেন ও পেট্রলের দাম বেশি রাখা হয়।

জ্বালানি তেলের মধ্যে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম নির্ধারণ করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম নিয়মিত সমন্বয় করে বিপিসি। আর ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সকল প্রকার জ্বালানি তেলের দাম কমল

আপডেট: ০১:০৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

ফাইল ছবি

সকল প্রকার জ্বালানি তেলের দাম কমেছে। প্রতি লিটার ডিজেলের দাম লিটারে কমেছে ২ টাকা। আর অকটেন ও পেট্রলের দাম লিটারে কমেছে ৩ টাকা। ১ জুন থেকে এই দাম কার্যকর হবে। শনিবার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে।

প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি তেলের দাম ঘোষণা করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোক্তা পর্যায় প্রতি লিটার ডিজেলের দাম ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা করা হয়েছে। পেট্রলের দাম ১২১ টাকা থেকে লিটারে ৩ টাকা কমিয়ে ১১৮ টাকা করা হয়েছে। আর অকটেনের দাম ১২৫ টাকা লিটার থেকে কমিয়ে ১২২ টাকা করা হয়েছে।

এর আগে গত মাসেও জ্বালানি তেলের দাম কমিয়েছিল সরকার। সেবার অকটেন, পেট্রল ও ডিজেলে লিটার প্রতি ১ টাকা কমানো হয়েছিল।

গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করেছে সরকার। সে হিসাবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়।

জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি। এতে বলা হয়, দেশে ব্যবহৃত অকটেন ও পেট্রল ব্যক্তিগত যানবাহনে বেশি ব্যবহৃত হয়। তাই বাস্তবতার নিরিখে বিলাসদ্রব্য (লাক্সারি আইটেম) হিসেবে সব সময় ডিজেলের চেয়ে অকটেন ও পেট্রলের দাম বেশি রাখা হয়।

জ্বালানি তেলের মধ্যে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম নির্ধারণ করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম নিয়মিত সমন্বয় করে বিপিসি। আর ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

শেয়ার করুন