০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

হামবুর্গ রেলস্টেশনে ছুরিকাঘাতে আহত ১৮, নারী গ্রেফতার

ইউএনএ ডেস্ক
  • আপডেট: ১২:০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 9

শুক্রবার ছুরি হামলায় অন্তত ১৮ জন আহত হয়েছে -ছবি : বিবিসি

জার্মানির হামবুর্গ শহরের ব্যস্ততম সেন্ট্রাল স্টেশনে শুক্রবার ছুরি হামলায় অন্তত ১৮ জন আহত হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আরও ছয়জন গুরুতর আহত। হামলাটি হয়েছে স্টেশনের ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মের মাঝে যেখানে একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। খবর-রয়টার্স

হামবুর্গ পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হামলাকারী হিসেবে ৩৯ বছর বয়সী এক জার্মান নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ধারণা গ্রেপ্তার নারী একাই এ হামলার সঙ্গে জড়িত। এ হামলার পেছনে কোনো ‘রাজনৈতিক উদ্দেশ্য’ নেই বলেই তাদের বিশ্বাস।

পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান আবেনজেথ বলেন, ‌হামলাকারী সম্ভবত চরম মানসিক চাপের মধ্যে ছিলেন বলে আমরা মনে করছি। সাংবাদিকদের এমনটাই বলেছেন পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান আবেনজেথ।

জার্মান রেল পরিচালক ডয়েচে বান জানিয়েছে, ঘটনার পর স্টেশনের চারটি প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিথ এক ভিডিওতে দেখা গেছে, হাত পেছনে রাখা সন্দেহভাজন ওই নারীকে পুলিশের কর্মকর্তারা স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বাইরে নিয়ে গাড়িতে তুলছেন।

জার্মান চ্যান্সেলর ফ্রিদরিশ মেয়াৎস বলেছেন, এ হামলার ঘটনায় তিনি ‘স্তম্ভিত’।

স্টেশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, হামবুর্গ সেন্ট্রাল স্টেশনটি জার্মানির অন্যতম ব্যস্ত পরিবহন হাব। দিনে সাড়ে ৫ লাগের বেশি মানুষ এটি ব্যবহার করে।

শুক্রবার এক বিবৃতিতে হামবুর্গ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ওই দিন সকালের দিকে হামবুর্গ সেন্ট্রাল স্টেশনে ওই নারী প্রবেশ করেন এবং নির্বিচারে অর্থাৎ সামনে যাকেই পেয়েছেন, তাকেই লক্ষ্য করে হামলা চালিয়েছেন। আমরা তাকে গ্রেফতার করেছি এবং এ ঘটনার তদন্ত শুরু করেছি। আপাতত আমাদের হাতে এর বেশি তথ্য নেই। তদন্তের পর এ ব্যাপরে আরও বিস্তারিত তথ্য আমরা জানাতে পারব।

হামলাকারী নারীর নাম-পরিচয় প্রকাশ করেনি হামবুর্গ পুলিশ। তবে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের জার্মান শাখা আরটিএলকে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই নারী জার্মান নাগরিক এবং প্রাথমিক তদন্তে জানা গেছে যে, এই হামলার পেছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

হামবুর্গ রেলস্টেশনে ছুরিকাঘাতে আহত ১৮, নারী গ্রেফতার

আপডেট: ১২:০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

শুক্রবার ছুরি হামলায় অন্তত ১৮ জন আহত হয়েছে -ছবি : বিবিসি

জার্মানির হামবুর্গ শহরের ব্যস্ততম সেন্ট্রাল স্টেশনে শুক্রবার ছুরি হামলায় অন্তত ১৮ জন আহত হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আরও ছয়জন গুরুতর আহত। হামলাটি হয়েছে স্টেশনের ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মের মাঝে যেখানে একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। খবর-রয়টার্স

হামবুর্গ পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হামলাকারী হিসেবে ৩৯ বছর বয়সী এক জার্মান নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ধারণা গ্রেপ্তার নারী একাই এ হামলার সঙ্গে জড়িত। এ হামলার পেছনে কোনো ‘রাজনৈতিক উদ্দেশ্য’ নেই বলেই তাদের বিশ্বাস।

পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান আবেনজেথ বলেন, ‌হামলাকারী সম্ভবত চরম মানসিক চাপের মধ্যে ছিলেন বলে আমরা মনে করছি। সাংবাদিকদের এমনটাই বলেছেন পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান আবেনজেথ।

জার্মান রেল পরিচালক ডয়েচে বান জানিয়েছে, ঘটনার পর স্টেশনের চারটি প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিথ এক ভিডিওতে দেখা গেছে, হাত পেছনে রাখা সন্দেহভাজন ওই নারীকে পুলিশের কর্মকর্তারা স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বাইরে নিয়ে গাড়িতে তুলছেন।

জার্মান চ্যান্সেলর ফ্রিদরিশ মেয়াৎস বলেছেন, এ হামলার ঘটনায় তিনি ‘স্তম্ভিত’।

স্টেশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, হামবুর্গ সেন্ট্রাল স্টেশনটি জার্মানির অন্যতম ব্যস্ত পরিবহন হাব। দিনে সাড়ে ৫ লাগের বেশি মানুষ এটি ব্যবহার করে।

শুক্রবার এক বিবৃতিতে হামবুর্গ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ওই দিন সকালের দিকে হামবুর্গ সেন্ট্রাল স্টেশনে ওই নারী প্রবেশ করেন এবং নির্বিচারে অর্থাৎ সামনে যাকেই পেয়েছেন, তাকেই লক্ষ্য করে হামলা চালিয়েছেন। আমরা তাকে গ্রেফতার করেছি এবং এ ঘটনার তদন্ত শুরু করেছি। আপাতত আমাদের হাতে এর বেশি তথ্য নেই। তদন্তের পর এ ব্যাপরে আরও বিস্তারিত তথ্য আমরা জানাতে পারব।

হামলাকারী নারীর নাম-পরিচয় প্রকাশ করেনি হামবুর্গ পুলিশ। তবে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের জার্মান শাখা আরটিএলকে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই নারী জার্মান নাগরিক এবং প্রাথমিক তদন্তে জানা গেছে যে, এই হামলার পেছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই।

শেয়ার করুন