১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

৮ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল

ইউএনএ প্রতিবেদক
  • আপডেট: ০৯:৩৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 10

সব ম্যাচ হবে মিরপুরে -ফাইল ফটো

বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৮ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সূত্রের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজ।

জিও নিউজ জানিয়েছে, এই সিরিজের প্রাথমিক সূচি ইতোমধ্যে চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং তা পাঠানো হয়েছে পিসিবির কাছে অনুমোদনের জন্য।

প্রস্তাবিত সূচি অনুযায়ী, সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ জুলাই, দ্বিতীয় ম্যাচ ২২ জুলাই এবং তৃতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে ২৪ জুলাই। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

উল্লেখ্য, এই সিরিজটি আইসিসির নির্ধারিত ফিউচার ট্যুরস প্রোগ্রামের (এফটিপি) অন্তর্ভুক্ত নয়। বিসিবি ও পিসিবির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের আলোচনার ভিত্তিতেই এই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ সফর শেষ করেই পাকিস্তান দল রওনা দেবে ক্যারিবীয় অঞ্চলের উদ্দেশে। যুক্তরাষ্ট্রে আগামী ৩১ জুলাই শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরেকটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর রয়েছে একটি একদিনের সিরিজও।

এদিকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার চলমান টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে বাংলাদেশকে ৫৭ রানে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক পাকিস্তান।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

৮ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল

আপডেট: ০৯:৩৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

সব ম্যাচ হবে মিরপুরে -ফাইল ফটো

বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৮ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সূত্রের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজ।

জিও নিউজ জানিয়েছে, এই সিরিজের প্রাথমিক সূচি ইতোমধ্যে চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং তা পাঠানো হয়েছে পিসিবির কাছে অনুমোদনের জন্য।

প্রস্তাবিত সূচি অনুযায়ী, সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ জুলাই, দ্বিতীয় ম্যাচ ২২ জুলাই এবং তৃতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে ২৪ জুলাই। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

উল্লেখ্য, এই সিরিজটি আইসিসির নির্ধারিত ফিউচার ট্যুরস প্রোগ্রামের (এফটিপি) অন্তর্ভুক্ত নয়। বিসিবি ও পিসিবির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের আলোচনার ভিত্তিতেই এই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ সফর শেষ করেই পাকিস্তান দল রওনা দেবে ক্যারিবীয় অঞ্চলের উদ্দেশে। যুক্তরাষ্ট্রে আগামী ৩১ জুলাই শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরেকটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর রয়েছে একটি একদিনের সিরিজও।

এদিকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার চলমান টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে বাংলাদেশকে ৫৭ রানে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক পাকিস্তান।

শেয়ার করুন