অগ্নিকাণ্ড থেকে পরিবার নিয়ে রক্ষা পেলেন বাপ্পা

- আপডেট: ০২:১৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
- / 3
পরিবার নিয়ে সংগীতশিল্পী বাপ্পা মজুমদার -ছবি : সংগৃহীত
সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের ভবনে অগ্নিকাণ্ডে ঘটেছে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে বনানীতে তার বাসভবনে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছেন বাপ্পা মজুমদার।
ফেসবুকে বাপ্পা মজুমদার লিখেছেন, আমাদের বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি। আমরা সবাই নিরাপদে আছি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অশেষ ধন্যবাদ। তারা দ্রুত পদক্ষেপ না নিলে কী যে হয়ে যেত, ভাবতেই শিউরে উঠছি! একটি বিভীষিকাময় অভিজ্ঞতা। এখনো ভাবতে কষ্ট হচ্ছে।
বাপ্পা মজুমদার গণমাধ্যমকে জানান, ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত। ইন্টারকমে কল পেয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলে চারদিকে ধোঁয়ায় অন্ধকার দেখেন। আগুনের আঁচ এসে মুখে লাগে। কিছুক্ষণ পরিবার নিয়ে বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। এমন অবস্থায় পাশেই থাকা গীতিকার শাহান কবন্ধের সঙ্গে যোগাযোগ হয়। এরপর অভিনয়শিল্পী স্ত্রী তানিয়া হোসাইন ও দুই কন্যাসন্তান নিয়ে ভবন থেকে বের হন বাপ্পা।
বাপ্পা মজুমদার বলেন, সৃষ্টিকর্তার অশেষ রহমতে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছি। ভোরে রাস্তায় মানুষ কম ছিল বিধায় ফায়ার সার্ভিস দ্রুত আসতে পেরেছিল। নইলে কী যে হতো ভাবতেই পারছি না। আমি এখনো মানসিক ট্রমা থেকে বের হতে পারিনি। এই ট্রমা থেকে বের হতে সময় লাগবে।