অজানা ভাইরাসে দুই শিশুর মৃত্যু রাজশাহীতে

- আপডেট: ০৮:৪১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
- / 37
রাজশাহীতে অজানা ভাইরাসের আক্রমণে মাত্র তিন দিনের ব্যবধানে দুই সহোদর বোনের আকস্মিক মৃত্যুতে শোকের মাতম বইছে পরিবার ও এলাকাবাসীর মাঝে।
মারা যাওয়া শিশুরা হচ্ছে, মুনতাহা মারিশা (২) ও মুফতাউল মাশিয়া(৪)। গত বুধবার(১৪ই ফেব্রুয়ারি)মারা যায় মুনতাহা, আর তার বড় বোন মাশিয়া শনিবার (১৭ই ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
প্রাথমিক ধারনা অনুযায়ী নিপাহ ভাইরাসের আশঙ্কা করা হলেও, শিশুদের বাবা-মা তা অস্বীকার করেছেন। তবে অসুস্থ হওয়ার আগে শিশুদের না ধুয়ে বরই খাওয়ার কারনে নিপাহ বা অন্যান্য ভাইরাস ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) চিকিৎসকরা ঢাকায় পাঠানো নমুনাটির পরীক্ষার ফলাফলের অপেক্ষায় আছেন।
রামেকের আইসিইউ বিশেষজ্ঞ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘অসুস্থতার দ্রুত গতি তাদের চিকিৎসার সুযোগকে সীমিত করে দিয়েছে।’
তিনি আরও বলেন,এ বছর রাজশাহীতে কোনো নিপাহ ভাইরাসে মৃত্যুর খবর না থাকলেও ভাইরাসজনিত কারণের কথাই স্বীকার করেছেন।