আইনজীবী হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের

- আপডেট: ০৬:৩২:১০ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
- / 15
বাংলাদেশে ইসকন নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। একই সঙ্গে তারা চট্টগ্রাম বারের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
আজ বুধবার ( ২৭ নভেম্বর ) দুপুরের দিকে সুপ্রিম কোর্ট বারের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি।
সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গত সোমবার গ্রেপ্তার করে পুলিশ। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন গতকাল মঙ্গলবার ( ২৬ নভেম্বর ) চট্টগ্রাম আদালতে নামঞ্জুর হয়। তাঁকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হলে বিক্ষোভ শুরু করেন তাঁর অনুসারীরা। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল নিহত হন। তিনি সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ছিলেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন, বিক্ষোভকারীরা এই আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছেন।
আজ সুপ্রিম কোর্ট বারের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন। তিনি বলেন, দেশ যখন গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে, তখন আওয়ামী লীগের দোসররা নানা ষড়যন্ত্র করছে। কিছু করতে না পেরে তারা ইসকনকে লেলিয়ে দিয়েছে।
ইসকনকে মৌলবাদী সংগঠন আখ্যা দিয়ে জয়নুল আবেদীন বলেন, এর কে কোথায় রয়েছেন, তাঁদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। তা না হলে আগামী রোববার কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বিক্ষোভ সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা বলেন, শেখ হাসিনা দিল্লিতে বসে ইসকনের ওপর ভর করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন। আইনজীবী সাইফুল হত্যায় জড়িত ব্যক্তিরা ইসকনের সদস্য। তাঁদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও ফোরামের জ্যেষ্ঠ সহসভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, ফোরামের মহাসচিব কায়সার কামাল, ফোরামের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মো. রুহুল কুদ্দুস প্রমুখ।