০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

আইসিসির স্বীকৃতি পেল যুক্তরাষ্ট্রের ‘এমএলসি’ ফ্র্যাঞ্চািইজি লিগ

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট: ১১:২০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
  • / 32

প্রতীকী ছবি 

আগামী ৫ জুলাই দ্বিতীয় বারের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের টি-২০ ফ্র্যাঞ্চািইজি লিগ “মেজর লিগ ক্রিকেট”। আইসিসি অবশেষে অফিশিয়ালি ভাবে মেজর লিগ ক্রিকেট (এমএলসি) কে লিস্ট-এ ক্রিকেটের স্বীকৃতি দিয়েছে। 

সম্প্রতি আইসিসির স্বীকৃতির আগে এমএলসি তে নাম লিখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।যেখানে এবার শাহরুখ খানের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলার কথা রয়েছে সাকিবের।

এর আগে কেবল আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোই লিস্ট ‘এ’ ক্রিকেট আয়োজনের অনুমোদন পেত। তবে সম্প্রতি এই শর্ত শিথিল করে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিকে স্বীকৃতি দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। সেই ধারাবাহিকতায় এমএলসিও এই সুবিধা আদায় করে নিয়েছে।

লিস্ট ‘এ’ ক্রিকেটের মর্যাদা পাওয়ায় বেশ রোমাঞ্চিত হয়ে এমএলসির পরিচালক জাস্টিন গেয়ালে ইএসপিএন ক্রিকইনফোকে বলেন,‘আমরা এ খবরটিতে সত্যি খুব রোমাঞ্চিত ও আনন্দিত। সহযোগী দেশ হয়েও এমন সুবিধা পাওয়ায় আমরা গর্বিত। আশা করি এমএলসির পরবর্তী আসরও আমরা সফল ভাবে আয়োজন করতে পারব।’

এবারের আসরের অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজি লিগ এমএলসির দলগুলো হল:

 

  • লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স 
  • সান ফ্র্যান্সিসকো ইউনিকোর্ন
  • এমআই নিউইয়র্ক 
  • সিটল ওরকাস
  • ওয়াশিংটন ফ্রিডম
  • টেক্সাস সুপার কিংস
যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগ এমএলসির প্রথম (২০২৩) আসরের চ্যাম্পিয়ন ‘এম আই নিউইয়র্ক’। – ইউএনএ

গত বছর এমএলসির ৬ দল নিয়ে প্রথম আসর অনুষ্ঠিত হয়। সে আসরে চ্যাম্পিয়ন হয় “এমআই নিউইয়র্ক” টিম।আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয় নিকোলাস পুরান (৩৮৮) ও সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ট্রেন্ট বোল্ট (২২)।এবারেও ৫ জুলাই ৬ দল নিয়ে দ্বিতীয় আসর অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আইসিসির স্বীকৃতি পেল যুক্তরাষ্ট্রের ‘এমএলসি’ ফ্র্যাঞ্চািইজি লিগ

আপডেট: ১১:২০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪

প্রতীকী ছবি 

আগামী ৫ জুলাই দ্বিতীয় বারের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের টি-২০ ফ্র্যাঞ্চািইজি লিগ “মেজর লিগ ক্রিকেট”। আইসিসি অবশেষে অফিশিয়ালি ভাবে মেজর লিগ ক্রিকেট (এমএলসি) কে লিস্ট-এ ক্রিকেটের স্বীকৃতি দিয়েছে। 

সম্প্রতি আইসিসির স্বীকৃতির আগে এমএলসি তে নাম লিখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।যেখানে এবার শাহরুখ খানের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলার কথা রয়েছে সাকিবের।

এর আগে কেবল আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোই লিস্ট ‘এ’ ক্রিকেট আয়োজনের অনুমোদন পেত। তবে সম্প্রতি এই শর্ত শিথিল করে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিকে স্বীকৃতি দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। সেই ধারাবাহিকতায় এমএলসিও এই সুবিধা আদায় করে নিয়েছে।

লিস্ট ‘এ’ ক্রিকেটের মর্যাদা পাওয়ায় বেশ রোমাঞ্চিত হয়ে এমএলসির পরিচালক জাস্টিন গেয়ালে ইএসপিএন ক্রিকইনফোকে বলেন,‘আমরা এ খবরটিতে সত্যি খুব রোমাঞ্চিত ও আনন্দিত। সহযোগী দেশ হয়েও এমন সুবিধা পাওয়ায় আমরা গর্বিত। আশা করি এমএলসির পরবর্তী আসরও আমরা সফল ভাবে আয়োজন করতে পারব।’

এবারের আসরের অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজি লিগ এমএলসির দলগুলো হল:

 

  • লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স 
  • সান ফ্র্যান্সিসকো ইউনিকোর্ন
  • এমআই নিউইয়র্ক 
  • সিটল ওরকাস
  • ওয়াশিংটন ফ্রিডম
  • টেক্সাস সুপার কিংস
যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগ এমএলসির প্রথম (২০২৩) আসরের চ্যাম্পিয়ন ‘এম আই নিউইয়র্ক’। – ইউএনএ

গত বছর এমএলসির ৬ দল নিয়ে প্রথম আসর অনুষ্ঠিত হয়। সে আসরে চ্যাম্পিয়ন হয় “এমআই নিউইয়র্ক” টিম।আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয় নিকোলাস পুরান (৩৮৮) ও সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ট্রেন্ট বোল্ট (২২)।এবারেও ৫ জুলাই ৬ দল নিয়ে দ্বিতীয় আসর অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন