০৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
বিশ্ব ইজতেমা
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

নিজস্ব প্রতিনিধি
- আপডেট: ০৭:৪৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
- / 21
মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।
ইজতেমার এ পর্বের মোনাজাত পরিচালনা করছেন মাওলানা মোহাম্মদ জুবায়ের।
লাখ লাখ মুসল্লি মহান আল্লাহর কাছে দু’হাত তুলে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধির জন্য রহমত কামনা করেন। তারা দেশের মঙ্গল কামনা করে দোয়া করেন। আখেরি মোনাজাতে নিজের আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সন্তুষ্টি অর্জনের আশায় উপস্থিত লাখ লাখ মুসল্লি প্রার্থনা করেন।
আগামী ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হয়ে আখেরি মোনাজাত হবে ১১ ফেব্রুয়ারি।
ট্যাগ :