১০:০০ অপরাহ্ন, শনিবার, ০৩ মে ২০২৫
গুঞ্জন নিয়ে যা বলছে বিসিবি

আগস্টে ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা

ইউএনএ ক্রীড়া ডেস্ক
  • আপডেট: ০৮:৪৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / 2

ছবি : সংগৃহীত

আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ভারত জাতীয় ক্রিকেট দলের। তবে আসন্ন এ সফর নাও হতে পারে বলে জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে। ভারত-পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার প্রভাব উপমহাদেশের ক্রিকেট সূচিতেও পড়তে পারে বলে জানা গেছে।

আগামী আগস্টে ভারতের বাংলাদেশ সফরে আসার বিষয়টি পূর্ব নির্ধারিতই ছিল। লাল-সবুজের দলের বিপক্ষে সাদা বলের ক্রিকেটের সিরিজ খেলার কথা ছিল দলটির। তবে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টির এই সিরিজ খেলা নিয়ে সৃষ্টি হয়েছে ঘোর অনিশ্চ্যতা এমনটাই জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সূচি অনুযায়ী ভারতীয় দল বাংলাদেশে খেলতে আসবে, তবে বর্তমান পরিস্থিতিতে এই সফর হওয়া প্রায় অসম্ভব। সরকারিভাবে কিছু জানানো না হলেও ক্রিকেট বোর্ডের ভেতরে আলোচনা চলছে সফর বাতিলের ব্যাপারে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশের অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) এএলএম ফজলুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি মন্তব্য করেন যা কূটনৈতিক উত্তেজনায় ঘি ঢেলে দেয়। তিনি বলেন, যদি ভারত পাকিস্তানে হামলা করে তাহলে বাংলাদেশকে ভারতের সাতটি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য দখল করে নিতে হবে। একই সঙ্গে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থার কথাও বিবেচনায় আনা উচিত।

এই বক্তব্য ভারতীয় গোয়েন্দা মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। সরকারের উচ্চপর্যায়েও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে। এ অবস্থায় কূটনৈতিক দ্বন্দ্ব থেকে ক্রিকেটীয় সম্পর্কও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে কাশ্মীরে হামলা হওয়ার পর থেকেই দুই প্রতিবেশি দেশ ভারত-পাকিস্তানের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুই যে কোনো সময় যুদ্ধে জড়িয়ে পরতে পারে এমনটাও ভাবছেন অনেকেই। এদিকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের মাঝেও লম্বা সময় ধরেই বিরাজ করছে শীতলতা। এমন অবস্থায় ক্রিকেটের সূচি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শুধু তাই নয়, চলতি বছর অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ নিয়েও শুরু হয়েছে এক ধরনের অনিশ্চয়তা। আসন্ন এ টুর্নামেন্টের ভেন্যু এখনো নির্ধারিত হয়নি। নিরপেক্ষ কোনো ভেন্যুতে এবারের আসর আয়োজন করা হতে পারে এমনটাই ধারণা করা হচ্ছে।

এদিকে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন,'(সিরিজ স্থগিতের ব্যাপারে) আনুষ্ঠানিকভাবে আমরা এখনো কিছু জানি না। নির্ধারিত সূচি অনুযায়ী খেলা হওয়ার কথা। আমরা আশা করছি, ঠিক সময়েই সিরিজটি হবে।

সিরিজটি খেলতে আগামী ১৩ আগস্ট ঢাকায় আসায় কথার ছিল ভারতীয় দলের। এ ছাড়া ১৭ আগস্ট মিরপুর শের-ই-বাংলায় প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা। ঢাকা ছাড়া চট্টগ্রামেও ম্যাচ হওয়ার কথা আছে।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

গুঞ্জন নিয়ে যা বলছে বিসিবি

আগস্টে ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা

আপডেট: ০৮:৪৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

ছবি : সংগৃহীত

আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ভারত জাতীয় ক্রিকেট দলের। তবে আসন্ন এ সফর নাও হতে পারে বলে জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে। ভারত-পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার প্রভাব উপমহাদেশের ক্রিকেট সূচিতেও পড়তে পারে বলে জানা গেছে।

আগামী আগস্টে ভারতের বাংলাদেশ সফরে আসার বিষয়টি পূর্ব নির্ধারিতই ছিল। লাল-সবুজের দলের বিপক্ষে সাদা বলের ক্রিকেটের সিরিজ খেলার কথা ছিল দলটির। তবে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টির এই সিরিজ খেলা নিয়ে সৃষ্টি হয়েছে ঘোর অনিশ্চ্যতা এমনটাই জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সূচি অনুযায়ী ভারতীয় দল বাংলাদেশে খেলতে আসবে, তবে বর্তমান পরিস্থিতিতে এই সফর হওয়া প্রায় অসম্ভব। সরকারিভাবে কিছু জানানো না হলেও ক্রিকেট বোর্ডের ভেতরে আলোচনা চলছে সফর বাতিলের ব্যাপারে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশের অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) এএলএম ফজলুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি মন্তব্য করেন যা কূটনৈতিক উত্তেজনায় ঘি ঢেলে দেয়। তিনি বলেন, যদি ভারত পাকিস্তানে হামলা করে তাহলে বাংলাদেশকে ভারতের সাতটি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য দখল করে নিতে হবে। একই সঙ্গে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থার কথাও বিবেচনায় আনা উচিত।

এই বক্তব্য ভারতীয় গোয়েন্দা মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। সরকারের উচ্চপর্যায়েও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে। এ অবস্থায় কূটনৈতিক দ্বন্দ্ব থেকে ক্রিকেটীয় সম্পর্কও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে কাশ্মীরে হামলা হওয়ার পর থেকেই দুই প্রতিবেশি দেশ ভারত-পাকিস্তানের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুই যে কোনো সময় যুদ্ধে জড়িয়ে পরতে পারে এমনটাও ভাবছেন অনেকেই। এদিকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের মাঝেও লম্বা সময় ধরেই বিরাজ করছে শীতলতা। এমন অবস্থায় ক্রিকেটের সূচি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শুধু তাই নয়, চলতি বছর অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ নিয়েও শুরু হয়েছে এক ধরনের অনিশ্চয়তা। আসন্ন এ টুর্নামেন্টের ভেন্যু এখনো নির্ধারিত হয়নি। নিরপেক্ষ কোনো ভেন্যুতে এবারের আসর আয়োজন করা হতে পারে এমনটাই ধারণা করা হচ্ছে।

এদিকে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন,'(সিরিজ স্থগিতের ব্যাপারে) আনুষ্ঠানিকভাবে আমরা এখনো কিছু জানি না। নির্ধারিত সূচি অনুযায়ী খেলা হওয়ার কথা। আমরা আশা করছি, ঠিক সময়েই সিরিজটি হবে।

সিরিজটি খেলতে আগামী ১৩ আগস্ট ঢাকায় আসায় কথার ছিল ভারতীয় দলের। এ ছাড়া ১৭ আগস্ট মিরপুর শের-ই-বাংলায় প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা। ঢাকা ছাড়া চট্টগ্রামেও ম্যাচ হওয়ার কথা আছে।

শেয়ার করুন