আগামীকাল থেকে স্কুল,কলেজ ও মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

- আপডেট: ০৯:২৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
- / 12
প্রতীকীছবি
আগামীকাল থেকে সারাদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান,মাদ্রাসা এবং পলিটেকনিক ইন্সটিটিউটসমূহের শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।বিজ্ঞপ্তিতে বলা হয় স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে শিক্ষা মন্ত্রনালয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান,মাদ্রাসা এবং পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের শ্রেনী কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত তিন দিন ধরে উত্তাল ঢাকা। এর মধ্যে সোমবার ও মঙ্গলবার (১৫ ও ১৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষ হয়েছে।
বিশেষ করে আজকের (মঙ্গলবারের) সংঘর্ষে পাঁচজনের প্রাণহানি হয়েছে। এই প্রেক্ষাপটে সরকার স্কুল-কলেজ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করলো।