০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

আগামী মৌসুমে পিএসজি ছেড়ে রিয়ালে যাচ্ছেন এমবাপ্পে

জাহিদ হাসান (স্পোর্টস রিপোর্টার)
  • আপডেট: ১০:২৩:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
  • / 42

আগামী মৌসুমে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) ছেড়ে পাঁচ বছরের জন্য রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। 

এমনটা জানানো হয় স্প্যানিশ সংবাদ মাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে।প্রতিবেদনে বলা হয় ইতোমধ্যে রিয়ালের সঙ্গে তার পাঁচ বছরের চুক্তি সম্পন্ন হয়ে গেছে এবং দুই সপ্তাহ আগে রিয়াল মাদ্রিদের সাথে চুক্তিতে স্বাক্ষর করেন তিনি। যদিও রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এরপর গেল সপ্তাহে ঘোষণা দেন যে চলতি জুলাই মাসে পিএসজি সাথে তার চুক্তির মেয়াদ শেষ হবে এবং মৌসুম শেষে পিএসজি ছাড়বেন তিনি। এক্ষেত্রে ফ্রি ট্রান্সফারে দল বদল করতে পারবেন তিনি, এতে করে পিএসজি তার চলে যাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না।এদিকে তাকে দলে নিতে রিয়ালকে ৮৫.৫ মিলিয়ন পাউন্ড সাইনিং ফি দিতে হবে।পিএসজিতে তিনি প্রতি মৌসুমে পেতেন ২২ মিলিয়ন পাউন্ড। এর সঙ্গে ছিল অন্যান্য আয়ের সুযোগ। সেক্ষেত্রে রিয়ালে এসে তার বেতন হয়ে যাচ্ছে অর্ধেক।

অবশ্য ২০২১ সালে দলে নিতে চেয়েছিল স্পেনের ক্লাবটি এবং এমবাপ্পেও রিয়ালে যোগ দিতে মুখিয়ে ছিলেন। সে সময় তার জন্য পিএসজিকে ১৮০ মিলিয়ন দিতে চেয়েছিল রিয়াল। সেটাতে রাজি না হয়ে পিএসজি এমবাপ্পেকে ২০২৫ সাল পর্যন্ত রাখতে চুক্তি করতে চেয়েছিল। কিন্তু ফ্রান্সের অধিনায়ক এক প্রকার বাধ্য হয়ে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হন। 

এর আগে এমবাপ্পে ২০১৭ সালে ফ্রান্সের আরেক ক্লাব মোনাকো থেকে পিএসজিতে ধারে যোগ দেন, এরপর ১৫৫ মিলিয়ন পাউন্ডে স্থায়ীভাবে পিএসজি তাকে নিয়ে নেয়। এ পর্যন্ত পিএসজির হয়ে তিনি ২৯০ ম্যাচ খেলে গোল করেছেন ২৪৩টি এবং চ্যাম্পিয়নস লিগে গোল করেছেন ৪৪টি।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আগামী মৌসুমে পিএসজি ছেড়ে রিয়ালে যাচ্ছেন এমবাপ্পে

আপডেট: ১০:২৩:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪

আগামী মৌসুমে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) ছেড়ে পাঁচ বছরের জন্য রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। 

এমনটা জানানো হয় স্প্যানিশ সংবাদ মাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে।প্রতিবেদনে বলা হয় ইতোমধ্যে রিয়ালের সঙ্গে তার পাঁচ বছরের চুক্তি সম্পন্ন হয়ে গেছে এবং দুই সপ্তাহ আগে রিয়াল মাদ্রিদের সাথে চুক্তিতে স্বাক্ষর করেন তিনি। যদিও রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এরপর গেল সপ্তাহে ঘোষণা দেন যে চলতি জুলাই মাসে পিএসজি সাথে তার চুক্তির মেয়াদ শেষ হবে এবং মৌসুম শেষে পিএসজি ছাড়বেন তিনি। এক্ষেত্রে ফ্রি ট্রান্সফারে দল বদল করতে পারবেন তিনি, এতে করে পিএসজি তার চলে যাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না।এদিকে তাকে দলে নিতে রিয়ালকে ৮৫.৫ মিলিয়ন পাউন্ড সাইনিং ফি দিতে হবে।পিএসজিতে তিনি প্রতি মৌসুমে পেতেন ২২ মিলিয়ন পাউন্ড। এর সঙ্গে ছিল অন্যান্য আয়ের সুযোগ। সেক্ষেত্রে রিয়ালে এসে তার বেতন হয়ে যাচ্ছে অর্ধেক।

অবশ্য ২০২১ সালে দলে নিতে চেয়েছিল স্পেনের ক্লাবটি এবং এমবাপ্পেও রিয়ালে যোগ দিতে মুখিয়ে ছিলেন। সে সময় তার জন্য পিএসজিকে ১৮০ মিলিয়ন দিতে চেয়েছিল রিয়াল। সেটাতে রাজি না হয়ে পিএসজি এমবাপ্পেকে ২০২৫ সাল পর্যন্ত রাখতে চুক্তি করতে চেয়েছিল। কিন্তু ফ্রান্সের অধিনায়ক এক প্রকার বাধ্য হয়ে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হন। 

এর আগে এমবাপ্পে ২০১৭ সালে ফ্রান্সের আরেক ক্লাব মোনাকো থেকে পিএসজিতে ধারে যোগ দেন, এরপর ১৫৫ মিলিয়ন পাউন্ডে স্থায়ীভাবে পিএসজি তাকে নিয়ে নেয়। এ পর্যন্ত পিএসজির হয়ে তিনি ২৯০ ম্যাচ খেলে গোল করেছেন ২৪৩টি এবং চ্যাম্পিয়নস লিগে গোল করেছেন ৪৪টি।

শেয়ার করুন