আজ ডু অর ডাই ম্যাচে মাঠে নামছে বেঙ্গালুরু ও চেন্নাই

- আপডেট: ০২:৪৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
- / 36
ছবি: সংগৃহীত
আইপিএল এর এবারের আসরের শেষ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত ম্যাচে মাঠে নামছে বেঙ্গালুরু ও চেন্নাই।পয়েন্ট টেবিলের ৪ নাম্বারে অবস্থান করছে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নেয়া চেন্নাই, আর সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৭ নাম্বারে অবস্থান করছে বেঙ্গালুরু।এছাড়া বেঙ্গালুরুর থেকে রান রেটে এগিয়ে চেন্নাই। তাই চেন্নাই এর শুধুমাত্র জয় হলে শেষ দল হিসেবে প্লে অফ নিশ্চিত হবে কিন্তু বেঙ্গালুরুর জয়ের সাথে তাদের রান রেটও চেন্নাই এর থেকে বেশি থাকতে হবে। পয়েন্ট টেবিলে চেন্নাইয়ের রান রেট ০.৫২৮ এবং বেঙ্গালুরুর রান রেট ০.৩৮৭। তাই দু দলের জন্যই ম্যাচটি অলিখিত ফাইনাল।
আইপিএল এর শুরুর দিকে ধারাবাহিক ভাবে ম্যাচ হারায় অনেকটা ব্যাকফুটে চলে গেলেও শেষদিকে টানা পাঁচ জয়ে প্লে অফের দাবিদার হয়ে ওঠেছে বেঙ্গালুরু। আর অন্য দিকে শুরুটা ভাল হলেও মাঝ পথে হার জিতের বৃওে প্লে অফ রেসে টিকে আছে চেন্নাই। অবশ্য শেষদিকে মোস্তাফিজ ও পাথিরানা না থাকায় বোলিংয়ে ভালই বেগ পেতে হয়েছে চেন্নাইকে।
আজ (১৮ মে) রাত ৮ টায় বেঙ্গালুরু নিজেদের মাঠে চেন্নাইয়ের মুখোমুখি হবে।
এর আগে কলকাতা,রাজস্থান ও হায়দ্রাবাদ প্লে অফ নিশ্চিত করে ফেলেছে।