০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫

আজ বার্সার ইন্টার-পরীক্ষা

ইউএনএ প্রতিবেদক
  • আপডেট: ১২:৩২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 1

ছবি : সংগৃহীত

আজ বার্সার ইন্টার-পরীক্ষা। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের মাঠ সান সিরোয় মাঠে নামবে কোচ হানসি ফ্লিকের বার্সেলোনা। সে ম্যাচের ঠিক আগে বড় সুসংবাদ পেল দলটা। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ফিরেছেন রবার্ট লেভান্ডভস্কি। তবে এরপরও স্বস্তি ফিরছে না দলটাতে। আরও দুজন গুরুত্বপূর্ণ চরিত্র যে অনুপস্থিত আজকের মহারণে!

লেভান্ডভস্কির গুরুত্বটা এ মৌসুমের বার্সেলোনায় কম নয়। ৩৬ বছর বয়সী এই পোলিশ স্ট্রাইকার চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার হয়ে ৪০টি গোল করেছেন। তবে তার সবচেয়ে অবহেলিত গুণ বোধ হয় তার রক্ষণাত্মক ক্ষমতা। বার্সেলোনার হয়ে এবারের মৌসুমে সেট পিস থেকে বহু বল ক্লিয়ার করেছেন তিনি। বিশেষত দল যখন সেট পিস ঠেকানোয় দুর্বল তখন এমন গুণকে আপনি ধর্তব্যে না রেখেই পারেন না।

এমন একজনকে ছাড়াই শেষ চারটি ম্যাচে খেলতে হয়েছে বার্সাকে। ১৯ এপ্রিল সেল্টা ভিগোর বিপক্ষে ৪-৩ গোলের জয়ের ম্যাচে তিনি চোট পান। এরপর মিস করেন কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় ও ইন্টারের বিপক্ষে প্রথম লেগ।

সেই তিনি আজ ফিরে আসছেন চোট কাটিয়ে। তার সম্পর্কে কোচ হানসি ফ্লিক বললেন, লেভান্ডভস্কি এখন অনেক ভালো আছে। যেটা আমরা আশা করিনি। সে বেঞ্চে থাকবে এবং যখন দরকার হবে, তখন মাঠে নামানো যাবে।

প্রথম লেগে ৩-৩ গোলে ড্র করায় চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার দারুণ সুযোগ তৈরি হয়েছে বার্সেলোনার। এক দশকের মধ্যে প্রথমবারের মতো ইউরোপের শ্রেষ্ঠ আসরের ফাইনালে ওঠার পথে লেভান্ডভস্কির ফেরাটা বড় স্বস্তির। তবে এরপরও দলটা পুরোপুরি স্বস্তিতে নেই। কারণ ম্যাচটিতে থাকছেন না দুই গুরুত্বপূর্ণ ফুলব্যাক, জুলস কুন্দে ও আলেহান্দ্রো বালদে। তারা দুজনই চোটের কারণে বাইরে।

ফ্লিক জানিয়েছেন, এই দুইজনের বদলি হিসেবে তিনি সেন্টারব্যাক রোনাল্ড আরাউহো ও এরিক গার্সিয়াকে খেলাতে পারেন সে জায়গায়। তরুণ এক্তর ফর্ত কিংবা জেরার্দ মার্তিনকে তাদের স্বাভাবিক পজিশনেও ব্যবহার করতে পারেন।

কোচ ফ্লিক জানালেন, ফুটবল খুব জটিল একটা খেলা। শুধু একজন খেলোয়াড়ের নয় আমাদের গোটা পরিকল্পনার দিকেই নজর দিতে হবে। পরিবর্তন যেমন সঠিক হওয়া দরকার, তেমনি খেলোয়াড়দের নিজেদের প্রমাণও করতে হবে মাঠে।

সব প্রতিকূলতার মধ্যেও বার্সেলোনা এখনো ট্রেবল জয়ের দৌড়ে আছে। ডিসেম্বরের পর থেকে তারা ঘরোয়া লিগে অপরাজিত। লা লিগায় ৭৯ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে। মঙ্গলবার ইন্টারের বিপক্ষে ম্যাচের পর রোববার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে তারা মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের। যেখানে শিরোপার ভাগ্য অনেকটাই নির্ধারিত হয়ে যেতে পারে। তবে আপাতত দলটার মনোযোগ স্রেফ আজকের ম্যাচে। ইন্টার-পরীক্ষার পরই অন্য কিছু নিয়ে ভাবার ফুরসত মিলবে বার্সার।

 

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আজ বার্সার ইন্টার-পরীক্ষা

আপডেট: ১২:৩২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

ছবি : সংগৃহীত

আজ বার্সার ইন্টার-পরীক্ষা। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের মাঠ সান সিরোয় মাঠে নামবে কোচ হানসি ফ্লিকের বার্সেলোনা। সে ম্যাচের ঠিক আগে বড় সুসংবাদ পেল দলটা। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ফিরেছেন রবার্ট লেভান্ডভস্কি। তবে এরপরও স্বস্তি ফিরছে না দলটাতে। আরও দুজন গুরুত্বপূর্ণ চরিত্র যে অনুপস্থিত আজকের মহারণে!

লেভান্ডভস্কির গুরুত্বটা এ মৌসুমের বার্সেলোনায় কম নয়। ৩৬ বছর বয়সী এই পোলিশ স্ট্রাইকার চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার হয়ে ৪০টি গোল করেছেন। তবে তার সবচেয়ে অবহেলিত গুণ বোধ হয় তার রক্ষণাত্মক ক্ষমতা। বার্সেলোনার হয়ে এবারের মৌসুমে সেট পিস থেকে বহু বল ক্লিয়ার করেছেন তিনি। বিশেষত দল যখন সেট পিস ঠেকানোয় দুর্বল তখন এমন গুণকে আপনি ধর্তব্যে না রেখেই পারেন না।

এমন একজনকে ছাড়াই শেষ চারটি ম্যাচে খেলতে হয়েছে বার্সাকে। ১৯ এপ্রিল সেল্টা ভিগোর বিপক্ষে ৪-৩ গোলের জয়ের ম্যাচে তিনি চোট পান। এরপর মিস করেন কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় ও ইন্টারের বিপক্ষে প্রথম লেগ।

সেই তিনি আজ ফিরে আসছেন চোট কাটিয়ে। তার সম্পর্কে কোচ হানসি ফ্লিক বললেন, লেভান্ডভস্কি এখন অনেক ভালো আছে। যেটা আমরা আশা করিনি। সে বেঞ্চে থাকবে এবং যখন দরকার হবে, তখন মাঠে নামানো যাবে।

প্রথম লেগে ৩-৩ গোলে ড্র করায় চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার দারুণ সুযোগ তৈরি হয়েছে বার্সেলোনার। এক দশকের মধ্যে প্রথমবারের মতো ইউরোপের শ্রেষ্ঠ আসরের ফাইনালে ওঠার পথে লেভান্ডভস্কির ফেরাটা বড় স্বস্তির। তবে এরপরও দলটা পুরোপুরি স্বস্তিতে নেই। কারণ ম্যাচটিতে থাকছেন না দুই গুরুত্বপূর্ণ ফুলব্যাক, জুলস কুন্দে ও আলেহান্দ্রো বালদে। তারা দুজনই চোটের কারণে বাইরে।

ফ্লিক জানিয়েছেন, এই দুইজনের বদলি হিসেবে তিনি সেন্টারব্যাক রোনাল্ড আরাউহো ও এরিক গার্সিয়াকে খেলাতে পারেন সে জায়গায়। তরুণ এক্তর ফর্ত কিংবা জেরার্দ মার্তিনকে তাদের স্বাভাবিক পজিশনেও ব্যবহার করতে পারেন।

কোচ ফ্লিক জানালেন, ফুটবল খুব জটিল একটা খেলা। শুধু একজন খেলোয়াড়ের নয় আমাদের গোটা পরিকল্পনার দিকেই নজর দিতে হবে। পরিবর্তন যেমন সঠিক হওয়া দরকার, তেমনি খেলোয়াড়দের নিজেদের প্রমাণও করতে হবে মাঠে।

সব প্রতিকূলতার মধ্যেও বার্সেলোনা এখনো ট্রেবল জয়ের দৌড়ে আছে। ডিসেম্বরের পর থেকে তারা ঘরোয়া লিগে অপরাজিত। লা লিগায় ৭৯ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে। মঙ্গলবার ইন্টারের বিপক্ষে ম্যাচের পর রোববার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে তারা মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের। যেখানে শিরোপার ভাগ্য অনেকটাই নির্ধারিত হয়ে যেতে পারে। তবে আপাতত দলটার মনোযোগ স্রেফ আজকের ম্যাচে। ইন্টার-পরীক্ষার পরই অন্য কিছু নিয়ে ভাবার ফুরসত মিলবে বার্সার।

 

শেয়ার করুন