আজ মহান বিজয় দিবস

- আপডেট: ০১:৩৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
- / 18
ফাইল ছবি
আজ মহান বিজয় দিবস, বাংলাদেশের স্বাধীনতার ৫৪ তম বর্ষপূর্তি। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের ঐতিহাসিক বিজয়ে লাখো শহীদের রক্তে রাঙানো বাংলার দামাল ছেলেরা পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠা করেছিল। এই দিনটি বাংলাদেশের জন্য ইতিহাসের এক অবিস্মরণীয় মুহূর্ত, যখন দেশের নাম পৃথিবীজুড়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়।
বিজয় দিবসের প্রথম প্রহরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। স্মৃতিসৌধের সৌন্দর্য বৃদ্ধির জন্য গত এক মাস ধরে গণপূর্ত অধিদপ্তর রঙিন গাছ ও ফুলের গাছ লাগিয়ে প্রস্তুতি নিয়েছে, যাতে দিনটির মর্যাদা আরো বৃদ্ধি পায়। দেশের বিভিন্ন স্থানে এই দিনটি উপলক্ষে আলোকসজ্জা, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মহান বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট এবং উদ্বোধনী খাম অবমুক্ত করেছেন। বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জাতীয় স্মৃতিসৌধসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা নিশ্চিত করবে।
বিজয় দিবসকে কেন্দ্র করে দেশজুড়ে এক নতুন উদ্যম ও জাতীয় ঐক্যের অনুভূতি সৃষ্টি হচ্ছে, যেখানে জনগণ ‘দ্বিতীয় স্বাধীনতা’র চেতনায় উজ্জীবিত। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা তাদের বাণীতে একটি দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।