০৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

আজ শহিদ বুদ্ধিজীবী দিবস

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:১৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • / 13

সংগৃহীত ছবি 

আজ (১৪ ডিসেম্বর) পালিত হবে শহিদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সহযোগী রাজাকার, আল-বদর এবং আল-শামস বাহিনী মিলে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। এর ঠিক দুই দিন পর, ১৬ ডিসেম্বর, পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়।

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোও নানান কর্মসূচি পালন করবে।

সকাল ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতি এবং ৭টা ৬ মিনিটে প্রধান উপদেষ্টা মিরপুরের শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। তাঁরা সেখানে কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাঁদের রাষ্ট্রীয় স্যালুট প্রদান করবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শহিদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধারা সকাল ৭টা ২২ মিনিটে মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং সকাল সাড়ে ৮টায় রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। সকাল সাড়ে ৮টা থেকে সর্বস্তরের জনগণের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত থাকবে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা পৃথক বাণী প্রদান করেছেন। জাতীয় দৈনিক পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে এবং টেলিভিশন চ্যানেল ও বেতার বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে।

এছাড়া দেশব্যাপী মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে শহিদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

বিভিন্ন রাজনৈতিক দলও দিবসটি উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে। বিএনপির পক্ষ থেকে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনসহ মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

 

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আজ শহিদ বুদ্ধিজীবী দিবস

আপডেট: ০৬:১৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

সংগৃহীত ছবি 

আজ (১৪ ডিসেম্বর) পালিত হবে শহিদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সহযোগী রাজাকার, আল-বদর এবং আল-শামস বাহিনী মিলে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। এর ঠিক দুই দিন পর, ১৬ ডিসেম্বর, পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়।

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোও নানান কর্মসূচি পালন করবে।

সকাল ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতি এবং ৭টা ৬ মিনিটে প্রধান উপদেষ্টা মিরপুরের শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। তাঁরা সেখানে কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাঁদের রাষ্ট্রীয় স্যালুট প্রদান করবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শহিদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধারা সকাল ৭টা ২২ মিনিটে মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং সকাল সাড়ে ৮টায় রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। সকাল সাড়ে ৮টা থেকে সর্বস্তরের জনগণের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত থাকবে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা পৃথক বাণী প্রদান করেছেন। জাতীয় দৈনিক পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে এবং টেলিভিশন চ্যানেল ও বেতার বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে।

এছাড়া দেশব্যাপী মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে শহিদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

বিভিন্ন রাজনৈতিক দলও দিবসটি উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে। বিএনপির পক্ষ থেকে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনসহ মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

 

শেয়ার করুন