০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

আফগানিস্তানের ভিতরে হঠাৎ পাকিস্তানের বিমান হামলা

ইউএনএ ডেস্ক
  • আপডেট: ১২:১৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
  • / 16

ফাইল ছবি

আফগানিস্তানের ভেতরে ঢুকে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। তাদের এই হামলার জবাবে কয়েক ঘণ্টা পরই সীমান্ত পেরিয়ে পাকিস্তানি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলার দাবি করেছে ক্ষমতাসীন তালেবান সরকার। খবর আলজাজিরার।

সোমবার (১৮ মার্চ) রাতভর অভিযানের পর ইসলামাবাদ ও কাবুলের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাকিস্তানের দাবি, সীমান্ত এলাকায় লুকিয়ে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তবে তালেবান বলছে, পাকিস্তানের হামলায় ৮ নারী ও শিশু নিহত হয়।
পরে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, সোমবার সীমান্ত পেরিয়ে পাকিস্তানের লক্ষ্যবস্তুতে গুলি চালানো হয়েছে। তবে এ বিষয়ে ইসলামাবাদ এখনো কোনো মন্তব্য করেনি।
পাকিস্তানের সামরিক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র আলজাজিরাকে জানিয়েছে, সোমবার তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বা পাকিস্তানি তালেবানের কমান্ডারদের আস্তানা নিশানা করে পাকিস্তানি বাহিনী প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। কারণ এই সংগঠন সীমান্তের ওপার থেকে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড পরিচালনা ও মদদ দিয়ে যাচ্ছে।

তবে আফগানিস্তানের সরকার বলছে, পাকিস্তানি যুদ্ধবিমান পাকতিকা ও খোস্ত প্রদেশে সাধারণ মানুষের বাড়িতে হামলা করেছে। এই হামলায় অন্তত আটজন নিহত হয়েছে। তাদের মধ্যে পাঁচজন নারী ও তিনজন শিশু রয়েছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আফগানিস্তানের ভিতরে হঠাৎ পাকিস্তানের বিমান হামলা

আপডেট: ১২:১৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

ফাইল ছবি

আফগানিস্তানের ভেতরে ঢুকে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। তাদের এই হামলার জবাবে কয়েক ঘণ্টা পরই সীমান্ত পেরিয়ে পাকিস্তানি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলার দাবি করেছে ক্ষমতাসীন তালেবান সরকার। খবর আলজাজিরার।

সোমবার (১৮ মার্চ) রাতভর অভিযানের পর ইসলামাবাদ ও কাবুলের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাকিস্তানের দাবি, সীমান্ত এলাকায় লুকিয়ে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তবে তালেবান বলছে, পাকিস্তানের হামলায় ৮ নারী ও শিশু নিহত হয়।
পরে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, সোমবার সীমান্ত পেরিয়ে পাকিস্তানের লক্ষ্যবস্তুতে গুলি চালানো হয়েছে। তবে এ বিষয়ে ইসলামাবাদ এখনো কোনো মন্তব্য করেনি।
পাকিস্তানের সামরিক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র আলজাজিরাকে জানিয়েছে, সোমবার তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বা পাকিস্তানি তালেবানের কমান্ডারদের আস্তানা নিশানা করে পাকিস্তানি বাহিনী প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। কারণ এই সংগঠন সীমান্তের ওপার থেকে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড পরিচালনা ও মদদ দিয়ে যাচ্ছে।

তবে আফগানিস্তানের সরকার বলছে, পাকিস্তানি যুদ্ধবিমান পাকতিকা ও খোস্ত প্রদেশে সাধারণ মানুষের বাড়িতে হামলা করেছে। এই হামলায় অন্তত আটজন নিহত হয়েছে। তাদের মধ্যে পাঁচজন নারী ও তিনজন শিশু রয়েছে।

শেয়ার করুন