আমরা কিছু ভুল করেছি : লিটন

- আপডেট: ০১:৩৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / 6
২-১ ব্যবধানে হেরে সিরিজ শেষ করতে হয়েছে লিটনকে -ছবি : ফাইল ফটো
সম্প্রতি পূর্ণকালীন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে প্রথম সিরিজে নেতৃত্ব দেন লিটন দাস। অধিনায়কত্ব তার জন্য নতুন কিছু নয় তবে এবারই প্রথম নিয়মিত অধিনায়ক হিসেবে সিরিজে মাঠে নামেন তিনি। অথচ সেই সিরিজেই ধাক্কা খেল বাংলাদেশ দল সহযোগী দেশ সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-১ ব্যবধানে হেরে সিরিজ শেষ করতে হয়েছে লিটনকে।
এমন পরাজয় হতাশাজনক হলেও একেবারে অভাবনীয় নয়। কারণ মাত্র এক বছর আগে ২৩ মে যুক্তরাষ্ট্রের মাটিতে আরেক সহযোগী দেশের কাছেই সিরিজ হেরেছিল বাংলাদেশ। সেই ঘটনার বর্ষপূর্তির আগেই এবার আমিরাতের কাছে হার।
শেষ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ই বাংলাদেশের পরাজয়ের মূল কারণ। শারজার ব্যাটিং সহায়ক উইকেটেও এমন বিপর্যয় দৃষ্টিকটুই। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে লিটন বলেন, এখানে আসার সময় আমরা সব ম্যাচ জয়ের লক্ষ্য নিয়েই এসেছিলাম। তবে এটা (সিরিজ হেরে যাওয়া) জীবনেরই অংশ। প্রতিপক্ষ ভালো খেললে তাদের কৃতিত্ব স্বীকার করতেই হবে।
তিন ম্যাচেই টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ। শারজার শিশির-প্রভাবিত পরিবেশে পরে ব্যাট করা দলগুলোই সুবিধা পেয়েছে বলে মনে করেন লিটন। তার ভাষায়, আমরা কিছু ভুল করেছি তবে এই উইকেট ও কন্ডিশনে এমন ভুল আমাদের কাম্য ছিল না। তিন ম্যাচেই আমরা আগে ব্যাট করেছি। শিশিরই বড় ফ্যাক্টর ছিল।
তবে শুধুই পরিবেশ নয় প্রতিপক্ষের প্রশংসাও করেছেন লিটন দাস। তিনি বলেন, তারা খুব ভালো বল করেছে। ভালো ব্যাটিং করেছে। শিশিরের সুবিধাটাও তারা ভালোভাবে কাজে লাগিয়েছে। সেভাবে আতঙ্কিত না হয়ে ঠান্ডা মাথায় খেলেছে তাদের কৃতিত্ব দিতেই হবে।