আমিরাতের কাছে অসহায় আত্মসমর্পণ করল বাংলাদেশ

- আপডেট: ০১:১৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / 2
সংযুক্ত আরব আমিরাতের ইতিহাসে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জয় -ছবি : ফাইল ফটো
ব্যাটিং বান্ধব শারজাহ স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের কাছে অসহায় আত্মসমর্পণ করল বাংলাদেশ। তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পর বোলাররাও মুখ থুবড়ে পড়ে তাতে আমিরাতের কাছে ৭ উইকেটে পরাজয় ও সেই সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ হার। যা সংযুক্ত আরব আমিরাতের ইতিহাসে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জয়।
শুরুতে নির্ধারিত ছিল দুই ম্যাচের একটি সংক্ষিপ্ত সিরিজ। কিন্তু দ্বিতীয় ম্যাচ শুরুর আগে হঠাৎ যোগ হয় তৃতীয় ম্যাচ। আর সেখানেই বাজিমাত করে সংযুক্ত আরব আমিরাত। এর আগে ২০২১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলেও, টেস্ট খেলুড়ে দল বাংলাদেশের বিপক্ষে এই জয় সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট ইতিহাসে আরও বড় অর্জন হিসেবে জায়গা করে নিল।
সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচসেরা আলিশান শারাফু বললেন, তৃতীয় ম্যাচটির ঘোষণা যখন দেওয়া হলো, সবাই তখন থেকেই আশাবাদী ছিল। ড্রেসিং রুমে আমরা কথা বলেছি যে, জিততে পারি। একটি করে ম্যাচ ধরে এগোতে চেয়েছি আমরা এবং সবকিছু সেভাবেই হয়েছে।
এমন ঐতিহাসিক জয়ের পরে অধিনায়ক মুহাম্মাদ ওয়াসিম বলেন, আমরা বিশ্বাস রেখেছিলাম, আমাদের সক্ষমতা ছিল। এই জয় আমাদের ক্রিকেটের জন্য এক নতুন দিগন্ত খুলে দিল।
ওয়াসিম নিজেও সিরিজে রেখেছেন বড় ভূমিকা। প্রথম ম্যাচে ফিফটি আর দ্বিতীয় ম্যাচে খেলেন ঝড়ো ৮২ রানের ইনিংস। তবে শেষ ম্যাচে মাত্র ৯ রানে আউট হয়ে যান, কিন্তু ভরসা রেখেছিলেন দলের ওপর।
সত্যি বলতে, আমরা আশা হারাইনি। সবাইকে বলছিলাম যে আমরা জিততে পারি। এই কন্ডিশনে আমরা অভ্যস্ত। বিশ্বাসটা ছিল আমাদের। খুবই খুশি আমি।