আমিরের নতুন ছবি ‘সিতারে জমিন পর’ কবে আসবে বড় পর্দায়?

- আপডেট: ১১:৪৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
- / 25
আমির খান যে তার নতুন ছবির শুটিং শুরু করেছেন সে খবর আগেও জানা গিয়েছে। ‘সিতারে জমিন পর’ নামের এই ছবির মুক্তি নিয়ে এ বার নতুন তথ্য প্রকাশ করলেন আমির।লাল সিংহ চড্ডা’র ভরাডুবির পর নতুন উদ্যমে ঘুরে দাঁড়াতে চাইছেন আমির খান। তাঁর পরবর্তী ছবি ‘সিতারে জমিন পর’-এর সম্ভাব্য মুক্তির দিন ক্ষণ জানালেন অভিনেতা।
কয়েক মাস আগে নিজের পরবর্তী ছবি নিয়ে প্রথম মুখ খুলেছিলেন আমির। ছবির নাম জানানোর পাশাপাশি অভিনেতা জানিয়েছিলেন যে, ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ও ‘তারে জমিন পর’-ছবির আঙ্গিকেই তৈরি হবে ছবিটি। বহুল প্রশংসিত ওই ছবিতে বিশেষ ভাবে সক্ষম বাচ্চাদের সাফল্যের কাহিনি তুলে ধরা হয়েছিল। ছবিতে মুখ্য চরিত্র ঈশান ছিল ডিসলেক্সিয়া রোগে আক্রান্ত। আমির অভিনয় করেছিলেন অঙ্কন শিক্ষক রামশঙ্কর নিকুম্ভের চরিত্রে। বারেও সামাজিক কোনও চর্চিত সমস্যাকে নিয়ে ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই ছবির মুক্তি প্রসঙ্গে তাঁর মনের কথা জানিয়েছেন বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’। আমির বলেন, ‘‘অভিনেতা হিসেবে এটাই আমার পরবর্তী ছবি হতে চলেছে। আমরা ছবিটা আগামী বড়দিনে মুক্তির পরিকল্পনা করছি। চিত্রনাট্য শুনেই আমার গল্পটা পছন্দ হয়েছিল।’’