১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

আরও দশটি দেশে জাতীয় পরিচয়পত্র সেবা প্রদান করবেঃইসি

ইউএনএ প্রতিবেদক
  • আপডেট: ০২:০০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
  • / 18

প্রতীকী ছবি

প্রবাসে বসবাসরত বাংদেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র(এনআইডি) সেবা প্রদানের লক্ষ্যে আরও দশটি দেশে জাতীয় পরিচয়পত্র সেবা প্রদান করবে নির্বাচন কমিশন(ইসি)। ইতিমধ্যে এ বিষয়টি কমিশন বৈঠক তোলার জন্য নির্দেশনা দিয়েছে এ কমিটির প্রধান, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো.আহসান হাবিব খান(অব.)।

সম্প্রতি এ সংক্রান্ত কমিটির কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা যায়।

নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার ও সৌদি আরবে সফলভাবে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, ইতালি, কুয়েত ও কাতার এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। আগামী জুন মাসে যুক্তরাজ্য এবং পরে সৌদি আরবে উদ্বোধন অনুষ্ঠান করা হবে।

ঈদুল আযহা পরবর্তীকালে মালয়েশিয়াতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে। কমিশন কর্তৃক অনুমোদিত ১৬টি দেশের মধ্যে ৯ টি দেশে (ওমান, বাহরাইন, জর্দান, সিংগাপুর, লেবানন, লিবিয়া, অস্ট্রেলিয়া, মালদ্বীপ, কানাডা) কার্যক্রম গ্রহণ বাকি রয়েছে।

এই দেশগুলোর মধ্যে প্রবাসী বাংলাদেশিদের আধিক্য বিবেচনায় তিনটি ধাপে কার্যক্রম গ্রহণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দূতাবাস/হাইকমিশনের সাথে পত্রযোগাযোগসহ সার্বিক সমন্বয় সাধন করা যেতে পারে।

জানা যায়, ২০১৭ সালের জেলা প্রশাসক সম্মেলনে মুক্ত আলোচনায় প্রবাসীদের ভোট দেয়ার সুযোগ দিতে তাদের এনআইডির বিষয়টি উঠে আসে। সেখানে বলা হয়, ‘দেশের প্রায় ৯০ লাখ নাগরিক (বর্তমানে ১ কোটি ৪০ লাখের বেশি) বিশ্বের বিভিন্ন দেশে কাজ করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করছেন এবং দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন। বিভিন্ন কারণে তাদের অনেকে এনআইডি প্রস্তুত করতে পারেননি। এনআইডি প্রস্তুতির ক্ষেত্রে ব্যক্তিগত উপস্থিতি আবশ্যক। এটি প্রাপ্তি বা সংশোধনের জন্য প্রবাসীদের বাংলাদেশে আসতে হয়।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আরও দশটি দেশে জাতীয় পরিচয়পত্র সেবা প্রদান করবেঃইসি

আপডেট: ০২:০০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪

প্রতীকী ছবি

প্রবাসে বসবাসরত বাংদেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র(এনআইডি) সেবা প্রদানের লক্ষ্যে আরও দশটি দেশে জাতীয় পরিচয়পত্র সেবা প্রদান করবে নির্বাচন কমিশন(ইসি)। ইতিমধ্যে এ বিষয়টি কমিশন বৈঠক তোলার জন্য নির্দেশনা দিয়েছে এ কমিটির প্রধান, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো.আহসান হাবিব খান(অব.)।

সম্প্রতি এ সংক্রান্ত কমিটির কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা যায়।

নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার ও সৌদি আরবে সফলভাবে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, ইতালি, কুয়েত ও কাতার এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। আগামী জুন মাসে যুক্তরাজ্য এবং পরে সৌদি আরবে উদ্বোধন অনুষ্ঠান করা হবে।

ঈদুল আযহা পরবর্তীকালে মালয়েশিয়াতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে। কমিশন কর্তৃক অনুমোদিত ১৬টি দেশের মধ্যে ৯ টি দেশে (ওমান, বাহরাইন, জর্দান, সিংগাপুর, লেবানন, লিবিয়া, অস্ট্রেলিয়া, মালদ্বীপ, কানাডা) কার্যক্রম গ্রহণ বাকি রয়েছে।

এই দেশগুলোর মধ্যে প্রবাসী বাংলাদেশিদের আধিক্য বিবেচনায় তিনটি ধাপে কার্যক্রম গ্রহণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দূতাবাস/হাইকমিশনের সাথে পত্রযোগাযোগসহ সার্বিক সমন্বয় সাধন করা যেতে পারে।

জানা যায়, ২০১৭ সালের জেলা প্রশাসক সম্মেলনে মুক্ত আলোচনায় প্রবাসীদের ভোট দেয়ার সুযোগ দিতে তাদের এনআইডির বিষয়টি উঠে আসে। সেখানে বলা হয়, ‘দেশের প্রায় ৯০ লাখ নাগরিক (বর্তমানে ১ কোটি ৪০ লাখের বেশি) বিশ্বের বিভিন্ন দেশে কাজ করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করছেন এবং দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন। বিভিন্ন কারণে তাদের অনেকে এনআইডি প্রস্তুত করতে পারেননি। এনআইডি প্রস্তুতির ক্ষেত্রে ব্যক্তিগত উপস্থিতি আবশ্যক। এটি প্রাপ্তি বা সংশোধনের জন্য প্রবাসীদের বাংলাদেশে আসতে হয়।

শেয়ার করুন