০৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

ইংল্যান্ডকে দ্বিতীয় টেস্টে হারাল ভারত

স্টাফ রিপোর্টার
  • আপডেট: ০৬:৪৩:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / 17

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। বিশাখপত্তমে বড় জয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-১ সমতায় ফিরেছে স্বাগতিকরা

সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩৯৯ রানের বিশাল লক্ষ্য দেয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড গুটিয়ে যায় ২৯২ রানে। ফলে সোমবারের ম্যাচে ১০৬ রানের বড় জয় পায় ভারত।

লক্ষ্য তাড়া করতে স্কোরবোর্ডে ৬৭ রান আর হাতে ৯ উইকেট নিয়ে সোমবার চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। ৩১ বলে ২৩ রান করে আউট হন রিহান। ভারতীয় বোলারদের দারুণ বোলিংয়ে বলার মতো বড় কোনো জুটি করতে পারেনি সফরকারীরা।

দলের হয়ে একমাত্র ওপেনার জ্যাক ক্রাউলি হাল ধরেন। তার ব্যাট থেকে আসে ১৩২ বলে ৭৩ রানের ইনিংস ।এছাড়া দলের আর কেউ ফিফটির মাইলফলক স্পর্শ করতে পারেননি।

অভিজ্ঞ জো রুটকে ফেরান অশ্বিন। অক্ষর প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১০ বলে ১৬ রান। জনি বেয়ারিস্টো দলের হাল ধরার চেষ্টা করলেও পারেননি। বুমরাহের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরের পথে হাঁটেন তিনি। নবম উইকেটে ৭৪ বলে ৫৫ রানের জুটি করেন টম হার্টলি ও বেন ফোকস। এটিই ইংল্যান্ডের এই ইনিংসের সবচেয়ে বড় জুটি। ৬৯ বলে ৩৬ রানে ফোকস আউট হয়ে গেলে সর্বশেষ উইকেট হিসেবে হার্টলির দৌড়ও থামে গিয়ে ৩৬ রানে। ম্যান অব দা ম্যাচ: জাসপ্রিত বুমরাহ।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ইংল্যান্ডকে দ্বিতীয় টেস্টে হারাল ভারত

আপডেট: ০৬:৪৩:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। বিশাখপত্তমে বড় জয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-১ সমতায় ফিরেছে স্বাগতিকরা

সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩৯৯ রানের বিশাল লক্ষ্য দেয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড গুটিয়ে যায় ২৯২ রানে। ফলে সোমবারের ম্যাচে ১০৬ রানের বড় জয় পায় ভারত।

লক্ষ্য তাড়া করতে স্কোরবোর্ডে ৬৭ রান আর হাতে ৯ উইকেট নিয়ে সোমবার চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। ৩১ বলে ২৩ রান করে আউট হন রিহান। ভারতীয় বোলারদের দারুণ বোলিংয়ে বলার মতো বড় কোনো জুটি করতে পারেনি সফরকারীরা।

দলের হয়ে একমাত্র ওপেনার জ্যাক ক্রাউলি হাল ধরেন। তার ব্যাট থেকে আসে ১৩২ বলে ৭৩ রানের ইনিংস ।এছাড়া দলের আর কেউ ফিফটির মাইলফলক স্পর্শ করতে পারেননি।

অভিজ্ঞ জো রুটকে ফেরান অশ্বিন। অক্ষর প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১০ বলে ১৬ রান। জনি বেয়ারিস্টো দলের হাল ধরার চেষ্টা করলেও পারেননি। বুমরাহের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরের পথে হাঁটেন তিনি। নবম উইকেটে ৭৪ বলে ৫৫ রানের জুটি করেন টম হার্টলি ও বেন ফোকস। এটিই ইংল্যান্ডের এই ইনিংসের সবচেয়ে বড় জুটি। ৬৯ বলে ৩৬ রানে ফোকস আউট হয়ে গেলে সর্বশেষ উইকেট হিসেবে হার্টলির দৌড়ও থামে গিয়ে ৩৬ রানে। ম্যান অব দা ম্যাচ: জাসপ্রিত বুমরাহ।

শেয়ার করুন