০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

ইউক্রেনে তিনদিনের অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন

ইউএনএ আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট: ১১:১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / 2

 রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন -ছবি: সংগৃহীত

ইউক্রেনে তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (২৮ এপ্রিল) তিনি এই ঘোষণা দেন। তবে এখন থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে না। এটি কার্যকর থাকবে আগামী মাসের তিনদিন। এর আগে গত সপ্তাহে ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ও এর মিত্রদের বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে এই যুদ্ধবিরতি ঘোষণা করেছেন পুতিন। আগামী ৮, ৯ ও ১০ মে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। ইউক্রেনকেও এই বিরতি মেনে চলার আহ্বান জানিয়েছে ক্রেমলিন।

এই ঘোষণায় এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন।

রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ঘোষিত সময়ে রাশিয়ার সামরিক বাহিনীকে ইউক্রেনের সামরিক বাহিনীর বিরুদ্ধে সব ধরনের পদক্ষেপ স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন পুতিন।

ইউক্রেন যুদ্ধবিরতি মেনে চলবে বলে মস্কো প্রত্যাশা করে জানিয়ে বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়, যদি কিয়েভের বাহিনী এই যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তবে রাশিয়ার সামরিক বাহিনী তাদের ‘পর্যাপ্ত ও কার্যকর জবাব’ দেবে।

ক্রেমলিনের বিবৃতিতে আরও বলা হয়, ইউক্রেন সংকটের মূল সমস্যা দূর করতে কোনো ধরনের শর্ত ছাড়াই শান্তি আলোচনায় এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গঠনমূলক যোগাযোগে রাশিয়া প্রস্তুত বলে ঘোষণা দিচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরে জানায়, ইউক্রেনের বাহিনীর সহস্রবার যুদ্ধবিরতি লঙ্ঘনের বিপরীতে যুদ্ধক্ষেত্রের সম্মুখভাগে সামগ্রিক সামরিক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছিল।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ইউক্রেনে তিনদিনের অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন

আপডেট: ১১:১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

 রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন -ছবি: সংগৃহীত

ইউক্রেনে তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (২৮ এপ্রিল) তিনি এই ঘোষণা দেন। তবে এখন থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে না। এটি কার্যকর থাকবে আগামী মাসের তিনদিন। এর আগে গত সপ্তাহে ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ও এর মিত্রদের বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে এই যুদ্ধবিরতি ঘোষণা করেছেন পুতিন। আগামী ৮, ৯ ও ১০ মে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। ইউক্রেনকেও এই বিরতি মেনে চলার আহ্বান জানিয়েছে ক্রেমলিন।

এই ঘোষণায় এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন।

রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ঘোষিত সময়ে রাশিয়ার সামরিক বাহিনীকে ইউক্রেনের সামরিক বাহিনীর বিরুদ্ধে সব ধরনের পদক্ষেপ স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন পুতিন।

ইউক্রেন যুদ্ধবিরতি মেনে চলবে বলে মস্কো প্রত্যাশা করে জানিয়ে বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়, যদি কিয়েভের বাহিনী এই যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তবে রাশিয়ার সামরিক বাহিনী তাদের ‘পর্যাপ্ত ও কার্যকর জবাব’ দেবে।

ক্রেমলিনের বিবৃতিতে আরও বলা হয়, ইউক্রেন সংকটের মূল সমস্যা দূর করতে কোনো ধরনের শর্ত ছাড়াই শান্তি আলোচনায় এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গঠনমূলক যোগাযোগে রাশিয়া প্রস্তুত বলে ঘোষণা দিচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরে জানায়, ইউক্রেনের বাহিনীর সহস্রবার যুদ্ধবিরতি লঙ্ঘনের বিপরীতে যুদ্ধক্ষেত্রের সম্মুখভাগে সামগ্রিক সামরিক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছিল।

শেয়ার করুন