ইরানি দূতাবাসে গিয়ে মির্জা ফখরুলের শোক প্রকাশ

- আপডেট: ০৭:০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
- / 18
রাজধানীর গুলশানে ইরানের দূতাবাসে রাখা শোক বইতে স্বাক্ষর করে দলের পক্ষ থেকে শোক প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। – ইউএনএ
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানসহ নিহতদের প্রতি শোক প্রকাশ করেছে বিএনপি।
বৃহস্পতিবার (২৩মে) দুপুরে গুলশানে ইরানের দূতাবাসে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে রাখা শোক বইতে স্বাক্ষর করে দলের শোক প্রকাশ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ইরানের জনপ্রিয় রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসিসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমি বিএনপির ও দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার পক্ষ থেকে ইরানের রাষ্ট্রদূতের অফিসে গিয়ে শোক প্রকাশ করেছি।
‘এই মুহূর্তে যখন বিশ্বের অভিজ্ঞ রাজনীতিকদের খুব বেশি প্রয়োজন, সেই মুহূর্তে ইব্রাহিম রাইসির মতো একজন অভিজ্ঞ, বিচক্ষণ এবং জনপ্রিয় নেতা হঠাৎ দুর্ঘটনায় চলে যাওয়া এটা আন্তর্জাতিক বিশ্বের জন্য অত্যন্তমর্মান্তিক দুর্ঘটনা বলে আমি মনে করি। আমরা আমাদের দলের পক্ষ থেকে ইরানের জনগণ, সরকার এবং ইরানের প্রেসিডেন্টের পরিবার-আত্মীয়স্বজন, পররাষ্ট্রমন্ত্রীর পরিবার ও আত্মীয়স্বজন তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তারা যেন এই শোক সহ্য করতে পারে সেই দোয়া করছি।’
বিএনপি মহাসচিবের সঙ্গে দলের চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
ইরানে হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি ও তার সহযাত্রীদের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।
গত ১৯ মে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ তার ৯ সফরসঙ্গী নিহত হন।