০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

ঈদুল আজহায়ও পর্দা কাঁপাবে শাকিব : ছবি মুক্তি নিয়ে নির্মাতাদের তোড়জোড়

ইউএনএ বিনোদন ডেস্ক
  • আপডেট: ০১:১৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / 3

মুক্তির মিছিলে রয়েছে প্রায় অর্ধডজন ছবি – ছবি : সংগৃহীত

সামনে ঈদুল আজহা। দর্শকদের বিনোদন দিতে তাই নির্মাতাদের তোড়জোড় শুরু হয়েছে ছবি মুক্তি নিয়ে। এবার ঈদুল আজহায়ও মুক্তির মিছিলে রয়েছে প্রায় অর্ধডজন ছবি। তবে শেষ পর্যন্ত পর্দায় কতগুলো ছবি ওঠে তা জানা যাবে ঈদের আগ মুহূর্তে।

এবার ঈদুল আজহায়ও শাকিব খান অভিনীত ছবি মুক্তি পাবে। ছবির নাম ‘তাণ্ডব’। পরিচালক রায়হান রাফী। এই ছবির মাধ্যমে দ্বিতীয়বার তিনি রায়হান রাফীর পরিচালনায় ক্যামেরার সামনে আসছেন। ‘তুফান’-এর অসামান্য সাফল্যের পর একই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে আসছেন রাফী-শাকিব জুটি। এরই মধ্যে ছবিটির ফার্স্টলুক পোস্টার প্রকাশিত হয়েছে।

যেখানে ব্যতিক্রম লুকে চমক দেখিয়েছেন অভিনেতা। তবে ছবিতে শাকিবের সঙ্গে নায়িকা কে থাকছেন সেটা এখনো প্রকাশ করেননি সংশ্লিষ্টরা। শোনা যাচ্ছে, দেখা যেতে পারে জয়া আহসান, আফরান নিশো, সাবিলা নূর, এমনকি ওপারের কোয়েল মল্লিককেও।

এই নামগুলোতে সিলমোহর না দিলেও নির্মাতা রাফী বলেন, পুরোদমে শুটিং চলছে। এরই মধ্যে ৭০ শতাংশ শুটিং সম্পন্ন। কয়েক দিনের মধ্যেই আরেকটা চমক হাজির করব দর্শকের সামনে।

দুই বছর পর বড় পর্দায় ফিরছেন আরিফিন শুভ। মিঠু খানের ‘নীল চক্র’ মুক্তি পাবে ঈদে। এরই মধ্যে নির্মাতা ঘোষণাও দিয়েছেন। শুরু হয়েছে প্রচারণাও। বৃহস্পতিবার রাতে প্রকাশ করা হয়েছে ছবির একঝলক। ১৯ সেকেন্ডের ওই ঝলকেই আলোচনায় ছবিটি। ছবিটির কাজ সম্পন্ন হয়েছে বেশ আগেই। নানা কারণে মুক্তির আলোয় আসেনি। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের একটি উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি।

নির্মাতা মিঠু খান জানালেন, এরই মধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ‘নীলচক্র’। ছবিতে শুভর সঙ্গে আছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ।

গত বছরের দুই ঈদেই ছিল শরিফুল রাজের ছবি। এবারের রোজার ঈদে তার কোনো ছবি মুক্তি পায়নি। তবে ঈদুল আজহায় মুক্তি পাবে তার ‘ইনসাফ’। সঞ্জয় সমদ্দারের ছবিটির শুটিংয়ের একটি দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চা হয়েছে কিছুদিন আগে। বৃহস্পতিবার রাতে এসেছে ছবির ফার্স্টলুক পোস্টার।

নির্মাতা সঞ্জয় বলেন, এক-দুই দিনের শুট বাকি। এরই মধ্যে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। ছবিতে রাজের সঙ্গে আছেন তাসনিয়া ফারিণ।

মুক্তির মিছিলে রয়েছে আলোক হাসানের ‘টগর’। যেখানে জুটি বেঁধে অভিনয় করছেন আদর আজাদ ও পূজা চেরী। গত বছর এই জুটির ‘লিপস্টিক’ ইতিবাচক সাড়া পেয়েছিল। ‘টগর’-এরও শেষ মুহূর্তের শুটিং চলছে।

আদর বলেন, এই ছবির জন্য আমার লুকে পরিবর্তন এনেছি। চুল ছোট করেছি। অ্যাকশনেও নতুন কিছু করার চেষ্টা করছি।

এ ছাড়া ঈদুল আজহায় মুক্তির আভাস দিয়ে রেখেছে আরো কয়েকটি ছবি। এর মধ্যে রয়েছে জাহিদ জুয়েলের ‘পিনিক’। এটি ঈদুল ফিতরেই মুক্তির কথা ছিল। তবে সম্পাদনার কাজ বাকি থাকায় তা সম্ভব হয়নি। এ ছবিতে আদর আজাদের সঙ্গে অভিনয় করেছেন শবনম বুবলী।

অনেক দিন ধরে আটকে থাকা ‘এশা মার্ডার’ও ঈদে মুক্তি দিতে চাইছেন নির্মাতা সানী সানোয়ার। তবে এখনো দুই দিনের শুটিং বাকি। সেটা সম্পন্ন করে ঈদের উৎসবে শামিল হওয়ার চেষ্টা করবেন তারা। ছবিতে আছেন আজমেরী হক বাঁধন, পূজা ক্রুজ, মিশা সওদাগর প্রমুখ।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ঈদুল আজহায়ও পর্দা কাঁপাবে শাকিব : ছবি মুক্তি নিয়ে নির্মাতাদের তোড়জোড়

আপডেট: ০১:১৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

মুক্তির মিছিলে রয়েছে প্রায় অর্ধডজন ছবি – ছবি : সংগৃহীত

সামনে ঈদুল আজহা। দর্শকদের বিনোদন দিতে তাই নির্মাতাদের তোড়জোড় শুরু হয়েছে ছবি মুক্তি নিয়ে। এবার ঈদুল আজহায়ও মুক্তির মিছিলে রয়েছে প্রায় অর্ধডজন ছবি। তবে শেষ পর্যন্ত পর্দায় কতগুলো ছবি ওঠে তা জানা যাবে ঈদের আগ মুহূর্তে।

এবার ঈদুল আজহায়ও শাকিব খান অভিনীত ছবি মুক্তি পাবে। ছবির নাম ‘তাণ্ডব’। পরিচালক রায়হান রাফী। এই ছবির মাধ্যমে দ্বিতীয়বার তিনি রায়হান রাফীর পরিচালনায় ক্যামেরার সামনে আসছেন। ‘তুফান’-এর অসামান্য সাফল্যের পর একই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে আসছেন রাফী-শাকিব জুটি। এরই মধ্যে ছবিটির ফার্স্টলুক পোস্টার প্রকাশিত হয়েছে।

যেখানে ব্যতিক্রম লুকে চমক দেখিয়েছেন অভিনেতা। তবে ছবিতে শাকিবের সঙ্গে নায়িকা কে থাকছেন সেটা এখনো প্রকাশ করেননি সংশ্লিষ্টরা। শোনা যাচ্ছে, দেখা যেতে পারে জয়া আহসান, আফরান নিশো, সাবিলা নূর, এমনকি ওপারের কোয়েল মল্লিককেও।

এই নামগুলোতে সিলমোহর না দিলেও নির্মাতা রাফী বলেন, পুরোদমে শুটিং চলছে। এরই মধ্যে ৭০ শতাংশ শুটিং সম্পন্ন। কয়েক দিনের মধ্যেই আরেকটা চমক হাজির করব দর্শকের সামনে।

দুই বছর পর বড় পর্দায় ফিরছেন আরিফিন শুভ। মিঠু খানের ‘নীল চক্র’ মুক্তি পাবে ঈদে। এরই মধ্যে নির্মাতা ঘোষণাও দিয়েছেন। শুরু হয়েছে প্রচারণাও। বৃহস্পতিবার রাতে প্রকাশ করা হয়েছে ছবির একঝলক। ১৯ সেকেন্ডের ওই ঝলকেই আলোচনায় ছবিটি। ছবিটির কাজ সম্পন্ন হয়েছে বেশ আগেই। নানা কারণে মুক্তির আলোয় আসেনি। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের একটি উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি।

নির্মাতা মিঠু খান জানালেন, এরই মধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ‘নীলচক্র’। ছবিতে শুভর সঙ্গে আছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ।

গত বছরের দুই ঈদেই ছিল শরিফুল রাজের ছবি। এবারের রোজার ঈদে তার কোনো ছবি মুক্তি পায়নি। তবে ঈদুল আজহায় মুক্তি পাবে তার ‘ইনসাফ’। সঞ্জয় সমদ্দারের ছবিটির শুটিংয়ের একটি দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চা হয়েছে কিছুদিন আগে। বৃহস্পতিবার রাতে এসেছে ছবির ফার্স্টলুক পোস্টার।

নির্মাতা সঞ্জয় বলেন, এক-দুই দিনের শুট বাকি। এরই মধ্যে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। ছবিতে রাজের সঙ্গে আছেন তাসনিয়া ফারিণ।

মুক্তির মিছিলে রয়েছে আলোক হাসানের ‘টগর’। যেখানে জুটি বেঁধে অভিনয় করছেন আদর আজাদ ও পূজা চেরী। গত বছর এই জুটির ‘লিপস্টিক’ ইতিবাচক সাড়া পেয়েছিল। ‘টগর’-এরও শেষ মুহূর্তের শুটিং চলছে।

আদর বলেন, এই ছবির জন্য আমার লুকে পরিবর্তন এনেছি। চুল ছোট করেছি। অ্যাকশনেও নতুন কিছু করার চেষ্টা করছি।

এ ছাড়া ঈদুল আজহায় মুক্তির আভাস দিয়ে রেখেছে আরো কয়েকটি ছবি। এর মধ্যে রয়েছে জাহিদ জুয়েলের ‘পিনিক’। এটি ঈদুল ফিতরেই মুক্তির কথা ছিল। তবে সম্পাদনার কাজ বাকি থাকায় তা সম্ভব হয়নি। এ ছবিতে আদর আজাদের সঙ্গে অভিনয় করেছেন শবনম বুবলী।

অনেক দিন ধরে আটকে থাকা ‘এশা মার্ডার’ও ঈদে মুক্তি দিতে চাইছেন নির্মাতা সানী সানোয়ার। তবে এখনো দুই দিনের শুটিং বাকি। সেটা সম্পন্ন করে ঈদের উৎসবে শামিল হওয়ার চেষ্টা করবেন তারা। ছবিতে আছেন আজমেরী হক বাঁধন, পূজা ক্রুজ, মিশা সওদাগর প্রমুখ।

শেয়ার করুন