০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

ঈশ্বরগঞ্জে ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত।

হাবিবুর রহমান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
  • আপডেট: ১০:৩৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 84

বৃহস্পতিবার (২২ মে ) ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী ইউনিয়নের রায় বাজার গো-হাটা মাঠে আঠারবাড়ী ইউনিয়ন বিএনপি’ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু। ছবি : ইউএনএ

ময়মনসিংহে ঈশ্বরগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপি’র তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামো গতিশীল করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ মে) আঠারবাড়ী ইউনিয়নের রায় বাজার গো-হাটা মাঠে আঠারবাড়ী ইউনিয়ন বিএনপি’র আয়োজনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু এর সভাপতিত্বে ও সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনির সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবু, তিনি তার বক্তব্য বলেন আঠারোবাড়ী ইউনিয়নকে জাতীয়তাবাদী চেতনার শক্তিশালী ঘাঁটি হিসেবে গড়ে তুলতে হবে। দলীয় ঐক্য বজায় রেখে প্রতিটি নেতাকর্মীকে সংগঠনের জন্য নিবেদিত হয়ে কাজ করতে হবে। বিএনপি গণমানুষের দল, আর জনগণই আমাদের মূল শক্তি।

এ সময় বিভিন্ন নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন , গত ১৭ বছরে আমরা কথা বলতে পারি নাই। হত্যা গুম ও বিভিন্ন ধরনের মামলা দিয়ে গ্রেফতার করে আমাদের উপর অমানবিক নির্যাতন করা হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
আমরা এখন স্বাধীন দেশে বসবাস করছি। বিএনপি’র প্রতিষ্ঠাতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা সহ তারেক রহমানের জন্য সকল স্তরের নেতাকর্মীদের কাছে দোয়া চেয়ে তাদের বক্তব্য শেষ করেন।

এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উওর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. ফরিদ উদ্দিন (ভি,পি), ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ.কে.এম হারুন অর রশীদ হারুন, যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান লিটন ও আতিকুল রাজ্জাক ভূঁইয়া হীরা, মো.রুহুল আমিন মাস্টার, মো.শাহজাহান জয়পুরী, মো.আব্দুল্লাহ আল মামুন খোকন, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক মো.জুলফিকার আলী টিপু, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মো. আমিনুল ইসলাম মিন্টু, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন, সহ-সভাপতি আজিজুল হাই সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো.কামাল হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হারুন অর রশিদ, পৌর ছাত্রদলেরর আহ্বায়ক তারেক আফরোজ নচওশাদ, সদস্য সচিব রিদওয়ান আহমেদ রিজন, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাহ সৌরভ প্রমুখ।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ঈশ্বরগঞ্জে ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত।

আপডেট: ১০:৩৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

বৃহস্পতিবার (২২ মে ) ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী ইউনিয়নের রায় বাজার গো-হাটা মাঠে আঠারবাড়ী ইউনিয়ন বিএনপি’ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু। ছবি : ইউএনএ

ময়মনসিংহে ঈশ্বরগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপি’র তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামো গতিশীল করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ মে) আঠারবাড়ী ইউনিয়নের রায় বাজার গো-হাটা মাঠে আঠারবাড়ী ইউনিয়ন বিএনপি’র আয়োজনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু এর সভাপতিত্বে ও সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনির সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবু, তিনি তার বক্তব্য বলেন আঠারোবাড়ী ইউনিয়নকে জাতীয়তাবাদী চেতনার শক্তিশালী ঘাঁটি হিসেবে গড়ে তুলতে হবে। দলীয় ঐক্য বজায় রেখে প্রতিটি নেতাকর্মীকে সংগঠনের জন্য নিবেদিত হয়ে কাজ করতে হবে। বিএনপি গণমানুষের দল, আর জনগণই আমাদের মূল শক্তি।

এ সময় বিভিন্ন নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন , গত ১৭ বছরে আমরা কথা বলতে পারি নাই। হত্যা গুম ও বিভিন্ন ধরনের মামলা দিয়ে গ্রেফতার করে আমাদের উপর অমানবিক নির্যাতন করা হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
আমরা এখন স্বাধীন দেশে বসবাস করছি। বিএনপি’র প্রতিষ্ঠাতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা সহ তারেক রহমানের জন্য সকল স্তরের নেতাকর্মীদের কাছে দোয়া চেয়ে তাদের বক্তব্য শেষ করেন।

এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উওর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. ফরিদ উদ্দিন (ভি,পি), ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ.কে.এম হারুন অর রশীদ হারুন, যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান লিটন ও আতিকুল রাজ্জাক ভূঁইয়া হীরা, মো.রুহুল আমিন মাস্টার, মো.শাহজাহান জয়পুরী, মো.আব্দুল্লাহ আল মামুন খোকন, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক মো.জুলফিকার আলী টিপু, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মো. আমিনুল ইসলাম মিন্টু, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন, সহ-সভাপতি আজিজুল হাই সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো.কামাল হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হারুন অর রশিদ, পৌর ছাত্রদলেরর আহ্বায়ক তারেক আফরোজ নচওশাদ, সদস্য সচিব রিদওয়ান আহমেদ রিজন, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাহ সৌরভ প্রমুখ।

শেয়ার করুন