০২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
খামারিদের মধ্যে আতংক

ঈশ্বরগঞ্জে একরাতেই ৮ গরু চুরি

হাবিবুর রহমান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
  • আপডেট: ০৯:৩৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 55

প্রতিকী ছবি 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার গ্রামে ১ রাতে ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ মে) উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুল্লাপাড়া গ্রামে রাতের যে কোনো সময় তালা কেটে ওই গরুগুলো চুরি করে নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় উপজেলা সাধারণ খামারিদের মধ্যে আতংক বিরাজ করছে।

জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুল্লাপাড়া গ্রামে কৃষক আবু সাঈদ ভূঁইয়া, তার ভাই কাসেম ভূঁইয়া ও তাদের চাচাতো ভাই আব্দুল লতিফ ভূঁইয়া পাশপাশি বসবাস করেন। বাড়ির ভিতরে বসতঘর লাগোয়া প্রত্যেকেরই আলাদা গোয়াল ঘর রয়েছে। ওই সব গোয়াল ঘরে সকলেরই একাধিক গরু রয়েছে।

প্রতিদিনের মতো তারা গরুগুলো গোয়াল ঘরে রেখে ঘুমিয়ে পড়েন তিন ভাই। মধ্যরাতে প্রত্যেকেই যার যার গোয়াল ঘরে গিয়ে গরুগুলো দেখে আসেন। ফজরের নামাজারে আগে কৃষক আব্দুল লতিফ ঘুম থেকে উঠে নিজের গোয়ালের খোঁজ নেন। ওই সময় দেখতে পান গোয়ালে রাখা নিজের ষাড়সহ তিনটি গরু নেই। এতে তার ডাক চিৎকার দিলে অন্যরাও ঘুম থেকে উঠে নিজেদের গোয়ালে খোঁজ করে দেখেন তাদের সকল গরু চুরি হয়ে গেছে।

চুরি হওয়া গরুগুলোর মধ্যে বড় ষাড় রয়েছে ২টি, গাভী ৪টি ও বাছুর ২ টি। যার বাজার মূল্য আনুমানিক ৭ লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

এদিকে একই বাড়ি থেকে একরাতে এতগুলো গরুচুরির ঘটনায় কৃষক ও খামারিদের মাঝে চরম আতংক বিরাজ করছে।

গরুর মালিক আবু সাঈদ ভূইয়া বলেন, আমার তো সকল সম্বলই শেষ। এখন কিভাবে আবার গরু কিনবো বা কি করবো তা জানা নেই।

উল্লেখ্য, গত চর বছর আগে আব্দুল লতিফ ভূঁইয়ার একই গোয়াল থেকে ২টি ষাঁড় গরু ও ২টি ছাগল এবং পার্শ্ববর্তী বাড়ির আব্দুল মতিনের ১টি ষাঁড় গরু চুরির ঘটনা ঘটেছিলো।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, ক্ষতিগ্রস্তদের থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছি। চুরি হওয়া গরুগুলো উদ্ধার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

খামারিদের মধ্যে আতংক

ঈশ্বরগঞ্জে একরাতেই ৮ গরু চুরি

আপডেট: ০৯:৩৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

প্রতিকী ছবি 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার গ্রামে ১ রাতে ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ মে) উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুল্লাপাড়া গ্রামে রাতের যে কোনো সময় তালা কেটে ওই গরুগুলো চুরি করে নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় উপজেলা সাধারণ খামারিদের মধ্যে আতংক বিরাজ করছে।

জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুল্লাপাড়া গ্রামে কৃষক আবু সাঈদ ভূঁইয়া, তার ভাই কাসেম ভূঁইয়া ও তাদের চাচাতো ভাই আব্দুল লতিফ ভূঁইয়া পাশপাশি বসবাস করেন। বাড়ির ভিতরে বসতঘর লাগোয়া প্রত্যেকেরই আলাদা গোয়াল ঘর রয়েছে। ওই সব গোয়াল ঘরে সকলেরই একাধিক গরু রয়েছে।

প্রতিদিনের মতো তারা গরুগুলো গোয়াল ঘরে রেখে ঘুমিয়ে পড়েন তিন ভাই। মধ্যরাতে প্রত্যেকেই যার যার গোয়াল ঘরে গিয়ে গরুগুলো দেখে আসেন। ফজরের নামাজারে আগে কৃষক আব্দুল লতিফ ঘুম থেকে উঠে নিজের গোয়ালের খোঁজ নেন। ওই সময় দেখতে পান গোয়ালে রাখা নিজের ষাড়সহ তিনটি গরু নেই। এতে তার ডাক চিৎকার দিলে অন্যরাও ঘুম থেকে উঠে নিজেদের গোয়ালে খোঁজ করে দেখেন তাদের সকল গরু চুরি হয়ে গেছে।

চুরি হওয়া গরুগুলোর মধ্যে বড় ষাড় রয়েছে ২টি, গাভী ৪টি ও বাছুর ২ টি। যার বাজার মূল্য আনুমানিক ৭ লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

এদিকে একই বাড়ি থেকে একরাতে এতগুলো গরুচুরির ঘটনায় কৃষক ও খামারিদের মাঝে চরম আতংক বিরাজ করছে।

গরুর মালিক আবু সাঈদ ভূইয়া বলেন, আমার তো সকল সম্বলই শেষ। এখন কিভাবে আবার গরু কিনবো বা কি করবো তা জানা নেই।

উল্লেখ্য, গত চর বছর আগে আব্দুল লতিফ ভূঁইয়ার একই গোয়াল থেকে ২টি ষাঁড় গরু ও ২টি ছাগল এবং পার্শ্ববর্তী বাড়ির আব্দুল মতিনের ১টি ষাঁড় গরু চুরির ঘটনা ঘটেছিলো।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, ক্ষতিগ্রস্তদের থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছি। চুরি হওয়া গরুগুলো উদ্ধার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

শেয়ার করুন