ঈশ্বরগঞ্জে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদদের মতবিনিময়

- আপডেট: ০৬:০২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
- / 2
ঈশ্বরগঞ্জে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন -ছবি : ইউএনএ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় নতুন যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের সঙ্গে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ পরিচিতি ও মতবিনিময় সভায় সহকারী কমিশনার ভূমি মো. ইকবাল হোসাইনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান।
সভায় বক্তব্য রাখেন দৈনিক ডেসটিনির জেলা প্রতিনিধি আজিজুল হাই সোহাগ, মানবকণ্ঠ প্রতিনিধি ও ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি ও সাধারণ সম্পাদক মো. ইসহাক, ইত্তেফাক প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, ভোরের কাগজ প্রতিনিধি মো. সেলিম, ভোরের পাতা ও বার্তা সংস্থা ইউএনএ’র প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, সময়ের আলোর প্রতিনিধি নীলকণ্ঠ আইচ মজুমদার, দৈনিক দেশের কণ্ঠ প্রতিনিধি ফয়সল আহমেদ প্রমুখ।
নবাগত ইউএনও সানজিদা রহমান তার বক্তব্যে ঈশ্বরগঞ্জ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।