০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
ঈশ্বরগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

মো. সেলিম, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
- আপডেট: ০৭:৫১:৫১ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
- / 19
ছবি – ইউএনএ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক, অনুর্ধ্ব ১৭) ২০২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১লা জুলাই) বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সরিষা ইউনিয়ন একাদশ বনাম আঠারবাড়ি ইউনিয়নের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় সরিষা ইউনিয়নকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় আঠারবাড়ি ইউনিয়ন। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের মাঝে ট্রফি তুলে দেন উপজেলা চেয়ারম্যান বদরুল আলম প্রদীপ, ইউএনও শারমিন সাত্তার।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভু‚মি ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ
অলি উল্লাহ রাসেল, সরিষা ইউপি চেয়ারম্যান একরাম হোসেন ভূঁইয়া , আঠারবাড়ি ইউপি চেয়ারম্যান জুবের আলম রূপক ও প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।