৬ দফা দাবী বাস্তবায়নে
ঈশ্বরগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন

- আপডেট: ০৮:৩৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / 37
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে / ইউএনএ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ৬ দফা দাবির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করেছে ।মঙ্গলবার (২৪ জুন) সকাল ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ হেল্থ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এই অবস্থান কর্মসূচি পালন করেন স্বাস্থ্য সহকারীরা।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি নুরুল হক হলুদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির আল-মাসুম নিরব। ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান তারা ।
তাদের দাবিসমূহের মধ্যে রয়েছে:
১. নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান নির্ধারণপূর্বক ১৪তম গ্রেড প্রদান।
২. ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা এবং ১১তম গ্রেডে বেতন স্কেল উন্নীতকরণ।
৩. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা।
৪. পূর্বের নিয়োগবিধি অনুযায়ী নিযুক্ত কর্মরতদের অভিজ্ঞতার ভিত্তিতে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ।
৫. টাইম স্কেল বা উচ্চতর গ্রেড প্রাপ্তদের তা পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে যুক্ত করা।
৬. সকল পর্যায়ে ন্যায্য পদোন্নতি ও স্বীকৃতি নিশ্চিত করা। নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে ঘোষণা দেন।