উত্তেজনাপূর্ন ম্যানচেস্টার ডার্বিতে এফএ কাপের শিরোপা জিতলো ম্যানইউ

- আপডেট: ১১:৪৩:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
- / 20
এফএ কাপের ১৩তম শিরোপা হাতে ম্যানইউর খেলোয়াড়দের উদযাপন – ইউএনএ
এফএ কাপের ১৪৩ তম আসরে বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে আজকের ফাইনালে মুখোমুখি হয় নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড।
টানটান উত্তেজনাপূর্ন ম্যাচে গার্ডিওলার ম্যানসিটিকে ২-১ গোলে হারিয়ে শিরোপা উচিয়ে ধরলো ম্যানচেস্টার ইউনাইটেড।যা ১৩তম শিরোপা হিসেবে এফএ কাপের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা অর্জন করলো ম্যানইউ।
এদিন ম্যানইউর কোচ এরিক টেন হেগ ম্যানসিটির আক্রমন রুখে দিতে ( ৪-২-২-২) ফরমেশনে প্লেয়ারদের মাঠে নামান।
ম্যাচের শুরুতে ৫ মিনিটে সিটির ডিফেন্ডার গ্যাভার্দিয়লের ক্রস থেকে আসা বলে হেড দিতে ব্যর্থ হয় হালান্ড। ম্যাচের ৯ মিনিটে আক্রমনে ভাল সুযোগ পায় ম্যানইউ মাঝ মাঠ থেকে পাওয়া বলে রাইট উইং থেকে জোরালো শট সিটি গোলকিপার এডারসন রুখে দেয়। এরপর কিছু সময় ধরে সিটি বলের নিয়ন্ত্রণ রাখলেও দু দলের তেমন জোরালো আক্রমন হয়নি।
ম্যাচের ৩০ মিনিটে ম্যানইউর ডিফেন্ডারের কাছ থেকে লং পাসে আসা বল ডি-বক্সের ভিতরে গ্যাভার্দিয়ল হেডে ক্লিয়ার করতে গেলে বল পেয়ে গোল করেন আর্জেন্টাইন ফরওয়ার্ড গার্নাচো।এর ৭ মিনিট পরে গার্নাচোর ক্রস থেকে আসা বলে রাশফোর্ড গোল করলে তা অফসাইড হয়।এর পরের মিনিটে গার্নাচোর ক্রস ফার্নান্দেজের পায়ে লাগা বলে আচমকা শটে বল জালে জড়ান খোবি মেইনো।এরপর প্রথমার্ধে তেমন কোন আক্রমন হয়নি।
দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে ম্যানসিটির ডকুর বাড়ানো বল ক্লিয়ার করতে না পারায় ডি-বক্সের ভিতরে হালান্ডের পায়ে আসে, তার জোরালো শট ক্রস বারে লেগে ফিরে আসে।তার কিছু সময় পর রদ্রির বাড়ানো বলে ডি-বক্সের ভিতরে আলভারেজ কিক করলে বার পোস্টের সামন্য সাইড দিয়ে চলে যায়।পরবর্তী সময়ে গোল করতে মরিয়া সিটি আক্রমনের ধার বাড়িয়ে দেয়। ম্যাচের ৮৭ মিনিটে ডি-বক্সের বাহিরে থেকে একজন ডিফেন্ডারকে কাটিয়ে জোরাল নিচু শটে গোল করে জেরমো ডকু।ম্যাচের শেষের মুহূর্তে সমতা আনার জন্য মরিয়া হয়ে আক্রমন করতে থাকে ম্যানসিটি।কিন্তু ৭৪% বল পজিশন নিয়েও ম্যাচে আর ফেরা হলো না ম্যানসিটির।
শেষমেশ ১-২ গোলের ব্যবধানে হেরে শিরোপা বঞ্চিত হলো ম্যানসিটি। এই জয়ে গতবারের ফাইনাল হারের প্রতিশোধ নিলো ম্যানইউ।