০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

এক সপ্তাহের জন্য শ্রীলঙ্কায় শাকিব খান

ইউএনএ প্রতিবেদক
  • আপডেট: ০১:৫০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / 3

তাণ্ডব সিনেমার শুটিংয়ের জন্য শ্রীলঙ্কায় অভিনেতা শাকিব খান, পরিচালক রায়হান রাফী -ছবি : ফাইল ফটো

তাণ্ডব সিনেমার শুটিংয়ের জন্য গত শুক্রবার সকালে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা দেশ দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় গেছেন অভিনেতা শাকিব খান।বর্তমানে এই সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটছে তার।

সেখানে ‘তাণ্ডব’ সিনেমার গান ও একেবারে শেষের কিছু অ্যাকশন দৃশ্যে অংশ নেবেন তিনি। জানা যায়, প্রায় এক সপ্তাহ শ্রীলঙ্কা থাকবেন শাকিব। তার সঙ্গে থাকছেন সাবিলা নূরসহ ‘তাণ্ডব’ ছবির টেকনিক্যাল ক্রু ও অন্য সদস্যরা।

গত মাস থেকে টানা চলছে তাণ্ডবের শুটিং। ঢাকা ও রাজশাহীর বিভিন্ন লোকেশনে সিনেমার ৭০ ভাগ দৃশ্যধারণ শেষ হয়েছে।

এর আগে শাকিবের জন্মদিনে তাণ্ডবের লুক প্রকাশ করা হয়েছিল। খোঁজ নিয়ে জানা যায়, দুই-তিন দিনের মধ্যে সিনেমাটির অফিশিয়াল টিজার প্রকাশ হবে। এরপরই শুরু হবে সিনেমার প্রচার-প্রচারণা। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্র এমনটিই জানিয়েছে।

জানা গেছে, সিনেমার শুটিং প্রায় ৭০ শতাংশ শেষ। ঢাকা, রাজশাহীসহ দেশের বিভিন্ন জায়গায় সম্পন্ন হয়েছে দৃশ্যায়ন।

এরই মধ্যে ‘তাণ্ডব’ সিনেমাটি নিয়ে আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিটির ফার্স্টলুক প্রকাশিত হয়েছে। সেখানে ব্যতিক্রম লুকে চমক দেখিয়েছেন শাকিব খান। পোস্টারটি ভাইরালও হয়েছে। তবে সত্যিই এটি ঈদুল আজহায় মুক্তি পাবে কি না তা এখনো নিশ্চিত করেননি নির্মাতা রায়হান রাফী।

‘তাণ্ডব’ পরিচালনা করেছেন রায়হান রাফী। প্রযোজনা করছেন শাহরিরায় শাকিল। শাকিব-সাবিলা ছাড়াও ছবিতে আরও আছেন জয়া আহসান, এফএস নাঈম, আফজাল হোসেনসহ অনেকে।

এই ছবি দিয়ে দীর্ঘ এক যুগ পর আবারও শাকিবের সঙ্গে পর্দা ভাগাভাগি করছেন দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসান। এতদিন পর শাকিবের সঙ্গে অভিনয় করে কেমন লাগছে সে প্রসঙ্গে সম্প্রতি কথা বলেন জয়া। তিনি বলেন, তার ডেডিকেশন লেভেলটা অনেক বেড়েছে। খুব মন দিয়ে কাজ করেন। নিজের চরিত্রের জন্য সর্বোচ্চটা তিনি দেন যেটা অ্যাপ্রিশিয়েট করার মতো।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’ সিনেমার গল্প।

প্রসঙ্গত, গেল ঈদে শাকিব অভিনীত ‘বরবাদ’ মুক্তি পায়। মেহেদী হাসান হৃদয়ের এ সিনেমাটি মুক্তির দেড় মাস পেরিয়ে গেলেও সিনেপ্লেক্সগুলোতে চলতি সপ্তাহেও চলছে। দেশের বাইরেও প্রশংসা কুড়ায় এ সিনেমাটি।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

এক সপ্তাহের জন্য শ্রীলঙ্কায় শাকিব খান

আপডেট: ০১:৫০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

তাণ্ডব সিনেমার শুটিংয়ের জন্য শ্রীলঙ্কায় অভিনেতা শাকিব খান, পরিচালক রায়হান রাফী -ছবি : ফাইল ফটো

তাণ্ডব সিনেমার শুটিংয়ের জন্য গত শুক্রবার সকালে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা দেশ দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় গেছেন অভিনেতা শাকিব খান।বর্তমানে এই সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটছে তার।

সেখানে ‘তাণ্ডব’ সিনেমার গান ও একেবারে শেষের কিছু অ্যাকশন দৃশ্যে অংশ নেবেন তিনি। জানা যায়, প্রায় এক সপ্তাহ শ্রীলঙ্কা থাকবেন শাকিব। তার সঙ্গে থাকছেন সাবিলা নূরসহ ‘তাণ্ডব’ ছবির টেকনিক্যাল ক্রু ও অন্য সদস্যরা।

গত মাস থেকে টানা চলছে তাণ্ডবের শুটিং। ঢাকা ও রাজশাহীর বিভিন্ন লোকেশনে সিনেমার ৭০ ভাগ দৃশ্যধারণ শেষ হয়েছে।

এর আগে শাকিবের জন্মদিনে তাণ্ডবের লুক প্রকাশ করা হয়েছিল। খোঁজ নিয়ে জানা যায়, দুই-তিন দিনের মধ্যে সিনেমাটির অফিশিয়াল টিজার প্রকাশ হবে। এরপরই শুরু হবে সিনেমার প্রচার-প্রচারণা। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্র এমনটিই জানিয়েছে।

জানা গেছে, সিনেমার শুটিং প্রায় ৭০ শতাংশ শেষ। ঢাকা, রাজশাহীসহ দেশের বিভিন্ন জায়গায় সম্পন্ন হয়েছে দৃশ্যায়ন।

এরই মধ্যে ‘তাণ্ডব’ সিনেমাটি নিয়ে আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিটির ফার্স্টলুক প্রকাশিত হয়েছে। সেখানে ব্যতিক্রম লুকে চমক দেখিয়েছেন শাকিব খান। পোস্টারটি ভাইরালও হয়েছে। তবে সত্যিই এটি ঈদুল আজহায় মুক্তি পাবে কি না তা এখনো নিশ্চিত করেননি নির্মাতা রায়হান রাফী।

‘তাণ্ডব’ পরিচালনা করেছেন রায়হান রাফী। প্রযোজনা করছেন শাহরিরায় শাকিল। শাকিব-সাবিলা ছাড়াও ছবিতে আরও আছেন জয়া আহসান, এফএস নাঈম, আফজাল হোসেনসহ অনেকে।

এই ছবি দিয়ে দীর্ঘ এক যুগ পর আবারও শাকিবের সঙ্গে পর্দা ভাগাভাগি করছেন দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসান। এতদিন পর শাকিবের সঙ্গে অভিনয় করে কেমন লাগছে সে প্রসঙ্গে সম্প্রতি কথা বলেন জয়া। তিনি বলেন, তার ডেডিকেশন লেভেলটা অনেক বেড়েছে। খুব মন দিয়ে কাজ করেন। নিজের চরিত্রের জন্য সর্বোচ্চটা তিনি দেন যেটা অ্যাপ্রিশিয়েট করার মতো।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’ সিনেমার গল্প।

প্রসঙ্গত, গেল ঈদে শাকিব অভিনীত ‘বরবাদ’ মুক্তি পায়। মেহেদী হাসান হৃদয়ের এ সিনেমাটি মুক্তির দেড় মাস পেরিয়ে গেলেও সিনেপ্লেক্সগুলোতে চলতি সপ্তাহেও চলছে। দেশের বাইরেও প্রশংসা কুড়ায় এ সিনেমাটি।

শেয়ার করুন