কমলাপুর রেলস্টেশনে মিলল এক ব্যক্তির মরদেহ

- আপডেট: ০৮:৪২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
- / 20
ফাইল ছবি
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে অসুস্থ হয়ে মোশারফ হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।
বুধবার (১ মে) দুপুর সোয়া ১টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয় রেলওয়ে পুলিশ। পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মোশারফ হোসেনের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ছত্রপাড়া গ্রামে। তার বাবার নাম জৈবুদ্দিন বিশ্বাস।
ঢাকা রেলওয়ে থানার এসআই রহিমা আক্তার বলেন, ঐ ব্যক্তি চট্টগ্রামের একটি কোম্পানির নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। আজ ভোরে চট্টগ্রাম থেকে বাড়ি যাওয়ার উদ্দেশে ঢাকায় আসেন তিনি। ট্রেন থেকে নামার সময় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, অসুস্থতাজনিত কারণে ঐ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।