০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

করোনার দুই ডোজ টিকা নিলেও নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার শঙ্কা

ডেস্ক নিউজ
  • আপডেট: ১০:৪১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
  • / 28

ছবি: ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাসের দুই ডোজ টিকা নিলেও প্রাণঘাতী এ রোগের নতুন জেএন.১ সাব-ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে যায় বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএসএমইউ) উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি, করোনার সর্বশেষ জিনোম সিকোয়েন্সিং গবেষণার ফলাফল জানানোর সময় এ মন্তব্য করেন তিনি।

ডা. শারফুদ্দিন নিজেই এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন। বিএসএমএমইউ গত জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত কোভিড আক্রান্ত ৪৮ রোগীর নমুনার জিনোম সিকোয়েন্সিং করেছে।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বছরের শুরুতে নতুন এ সাব-ভ্যারিয়েন্টের কথা জানিয়েছে। দেশের এক গবেষণায় ৪৮ জন রোগীর মধ্যে ৩ জনের নমুনায় সাব-ভ্যারিয়েন্ট জেএন.১ শনাক্ত করা হয়েছে। তাদের একজন সম্প্রতি দেশের বাইরে গিয়েছিলেন। তাদের আগেই করোনার দুই ডোজ টিকা নেওয়া ছিল।

করোনার হালকা উপসর্গ দেখা গেলেই কোভিড পরীক্ষা করা উচিত দাবি করে অধ্যাপক শারফুদ্দিন বলেন, এই সাব-ভ্যারিয়েন্টের উপসর্গ করোনার অন্যান্য ধরনের মতোই। তাদের অবশ্য জ্বর, ঠান্ডা, গলাব্যথা, মাথাব্যথা এবং হালকা কাশির উপসর্গ ছিল। তবে এর দীর্ঘমেয়াদী প্রভাব জানতে গবেষণা চালিয়ে যাওয়ার বিকল্প নেই বলে জানান তিনি।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

করোনার দুই ডোজ টিকা নিলেও নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার শঙ্কা

আপডেট: ১০:৪১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪

করোনাভাইরাসের দুই ডোজ টিকা নিলেও প্রাণঘাতী এ রোগের নতুন জেএন.১ সাব-ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে যায় বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএসএমইউ) উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি, করোনার সর্বশেষ জিনোম সিকোয়েন্সিং গবেষণার ফলাফল জানানোর সময় এ মন্তব্য করেন তিনি।

ডা. শারফুদ্দিন নিজেই এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন। বিএসএমএমইউ গত জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত কোভিড আক্রান্ত ৪৮ রোগীর নমুনার জিনোম সিকোয়েন্সিং করেছে।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বছরের শুরুতে নতুন এ সাব-ভ্যারিয়েন্টের কথা জানিয়েছে। দেশের এক গবেষণায় ৪৮ জন রোগীর মধ্যে ৩ জনের নমুনায় সাব-ভ্যারিয়েন্ট জেএন.১ শনাক্ত করা হয়েছে। তাদের একজন সম্প্রতি দেশের বাইরে গিয়েছিলেন। তাদের আগেই করোনার দুই ডোজ টিকা নেওয়া ছিল।

করোনার হালকা উপসর্গ দেখা গেলেই কোভিড পরীক্ষা করা উচিত দাবি করে অধ্যাপক শারফুদ্দিন বলেন, এই সাব-ভ্যারিয়েন্টের উপসর্গ করোনার অন্যান্য ধরনের মতোই। তাদের অবশ্য জ্বর, ঠান্ডা, গলাব্যথা, মাথাব্যথা এবং হালকা কাশির উপসর্গ ছিল। তবে এর দীর্ঘমেয়াদী প্রভাব জানতে গবেষণা চালিয়ে যাওয়ার বিকল্প নেই বলে জানান তিনি।

শেয়ার করুন