০১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

কর প্রদানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দুয়ায় ভূমি উন্নয়ন মেলা

ইউএনএ কেন্দুয়া ( নেত্রকোনা ) প্রতিনিধি
  • আপডেট: ১০:০৮:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / 36

রোববার (২৫ মে) কেন্দুয়া উপজেলা ভূমি অফিস চত্বরে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ভূমি উন্নয়ন মেলা -ছবি : ইউএনএ 

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা।

রোববার (২৫ মে) কেন্দুয়া উপজেলা ভূমি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ভূমি অফিস প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয় যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে অংশগ্রহণকারীদের মাঝে ভূমি সচেতনতামূলক শ্লোগান ও প্ল্যাকার্ড দেখা যায় যা উপস্থিত জনসাধারণের মাঝে ভূমি সেবায় আগ্রহ সৃষ্টি করে।

মেলায় বিভিন্ন বুথে ভূমি কর প্রদানের প্রক্রিয়া, নামজারি, খতিয়ান যাচাই, ভূমি রেকর্ড সংশোধনসহ অন্যান্য সেবা প্রদান করা হচ্ছে। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে জনগণকে সচেতন করতেই এ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান, কেন্দুয়া প্রেস ক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, কেন্দুয়া উপজেলা কৃষকদলের সভাপতি মোহসিন খান এবং কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত তহশিলদার এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা বলেন,  এই মেলার মাধ্যমে সাধারণ মানুষ যাতে সহজে ভূমি সংক্রান্ত সেবা পেতে পারে এবং নিয়মিত কর প্রদানে আগ্রহী হয়, সেটাই আমাদের মূল লক্ষ্য।

মেলা আগামী তিন দিনব্যাপী চলবে এবং প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা প্রদান করা হবে। ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অংশগ্রহণকারীরা।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

কর প্রদানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দুয়ায় ভূমি উন্নয়ন মেলা

আপডেট: ১০:০৮:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

রোববার (২৫ মে) কেন্দুয়া উপজেলা ভূমি অফিস চত্বরে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ভূমি উন্নয়ন মেলা -ছবি : ইউএনএ 

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা।

রোববার (২৫ মে) কেন্দুয়া উপজেলা ভূমি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ভূমি অফিস প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয় যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে অংশগ্রহণকারীদের মাঝে ভূমি সচেতনতামূলক শ্লোগান ও প্ল্যাকার্ড দেখা যায় যা উপস্থিত জনসাধারণের মাঝে ভূমি সেবায় আগ্রহ সৃষ্টি করে।

মেলায় বিভিন্ন বুথে ভূমি কর প্রদানের প্রক্রিয়া, নামজারি, খতিয়ান যাচাই, ভূমি রেকর্ড সংশোধনসহ অন্যান্য সেবা প্রদান করা হচ্ছে। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে জনগণকে সচেতন করতেই এ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান, কেন্দুয়া প্রেস ক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, কেন্দুয়া উপজেলা কৃষকদলের সভাপতি মোহসিন খান এবং কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত তহশিলদার এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা বলেন,  এই মেলার মাধ্যমে সাধারণ মানুষ যাতে সহজে ভূমি সংক্রান্ত সেবা পেতে পারে এবং নিয়মিত কর প্রদানে আগ্রহী হয়, সেটাই আমাদের মূল লক্ষ্য।

মেলা আগামী তিন দিনব্যাপী চলবে এবং প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা প্রদান করা হবে। ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অংশগ্রহণকারীরা।

শেয়ার করুন