কানে প্রথমবার আলিয়া ভাটের ডেবিউ

- আপডেট: ০২:০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / 2
আলিয়া ভাট – ছবি : সংগৃহীত
কান চলচ্চিত্র উৎসবে এবার ডেবিউ করতে চলেছেন আলিয়া ভাট। এই নিয়ে উচ্ছ্বসিত নায়িকা। একটি আন্তর্জাতিক বিউটি ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসাডর তিনি। এই ফেস্টিভ্যালে ঐশ্বর্য রাইও উপস্থিত থাকতে চলেছেন। আলিয়া তার সঙ্গে যোগ দেবেন রেড কার্পেটে। এই প্রসঙ্গে জানিয়ে আলিয়া এক বিবৃতি দিয়েছেন।
সেখানে তিনি বলেন, প্রথম সব কিছুই ভীষণ স্পেশাল হয়। আর এই বছর আমি কান চলচ্চিত্র উৎসবে ডেবিউ করতে পেরে খুশি। এটা সিনেমা আর সেল্ফ এক্সপ্রেশনের একটা দারুণ মেলবন্ধন বলা চলে। যে আন্তর্জাতিক ব্র্যান্ডটিতে আমি রিপ্রেজেন্ট করছি, তাদের থিম ‘লাইট, বিউটি, অ্যাকশন’।
এর সঙ্গে তিনি যোগ করেন, আমার কাছে বিউটির সংজ্ঞা হলো নিজস্বতা, আত্মবিশ্বাসকে উদযাপন করা। এই বিশেষ ব্র্যান্ডটিও নারীর নিজস্বতা তুলে ধরতে সাহায্য করছে বহু বছর ধরে। তাই আমি খুব খুশি এ রকম একটা ব্র্যান্ডের হাত ধরে প্রথমবার কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে যাচ্ছি।
শুধু ভারত নয় সারা বিশ্ব থেকেই এই ব্র্যান্ডের মুখ যারা তারা উপস্থিত থাকতে চলেছেন। তাদের মধ্যে রয়েছেন ইভা লংগারি, ভায়োলা ডেভিস, জেন ফন্ডা, আজা নাওমি কিং, অ্যান্ডি ম্যাকডোয়েল, সাইমন অ্যাশলে, এল ফ্যানিং, বেবে ভাইয়ো আর ইজ়ুল্ট। আলিয়ার এই কান ডেবিউ-এ খুশি নেটিজেনরা।
তারা আশাবাদী, মেট গালার পর কানের রেড কার্পেটেও তাক লাগাবেন নায়িকা। একজন সোশ্যাল মিডিয়ায় লেখেন, আলিয়া, আপনি আমাদের সব সময়ে গর্বিত করেছেন। অন্য একজন লেখেন, আপনি প্রকৃত সুপারস্টার। মাল্টিটাস্কিং আপনার কাছ থেকে শিখছি।