কিশোরগঞ্জে নানা আয়োজনে ভোরের আলো সাহিত্য আসরের ২১ বর্ষ পূর্তি উদযাপন

- আপডেট: ০৯:৪০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
- / 34
২১ বর্ষপূর্তি উৎসব পালন উপলক্ষে শনিবার (২২ জুন) জেলা শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি – ইউএনএ
কিশোরগঞ্জের মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত সাহিত্য সংগঠন ভোরের আলো সাহিত্য আসরের নিয়মিত সাপ্তাহিক (১১৮৬ তম) সভার মধ্য দিয়ে ২১ বর্ষপূর্তি উৎসব পালন করেছে।
২১ বর্ষপূর্তি উৎসব পালন উপলক্ষে শনিবার (২২ জুন) সকালে জেলা শিল্পকলা একাডেমী থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাট্যকার মো. আজিজুর রহমান।
অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান আলোচক ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. জিল্লুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এডিসি ও বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মেজর (অব:) মো: নাসিমুল হক।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মোজাম্মেল হক মাখন, বিআরডিবির উপ-পরিচালক হাফিজুর রহমান ভূঞা, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব রুহুল আমিন খান, বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি সাইফুদ্দিন আহমেদ লেনিন, জিটিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, ৭১ টিভির জেলা প্রতিনিধি আবু তাহের, সাবেক ব্যাংকার কবি মোতাহার হোসেন।
ভোরের আলো সাহিত্য আসরের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা এড. নিজাম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে ও ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা রেজাউল হাবিব রেজার দিকনির্দেশনায় সংগঠনটির সাধারণ সম্পাদক আমিনুল হক সাদীর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন- বিএডিসির অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার ও লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর জেলা গভর্নর ড. মুজিবুল হক চুন্নু, ইসলাম গ্রুপের সাবেক জেনারেল ম্যানেজার নাজমুল হক, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা ইউনিটের সভাপতি শফিক কবীর, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামন, সাংগঠনিক সম্পাদক আলী রেজা সুমন, বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি জেলা কমিটির সভাপতি এড সমর কান্তি সরকার, কিশোরগঞ্জ সংস্কৃতিক মঞ্চের সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল ওয়াহাব, সাংবাদিক শেখ আবুল মনসুর লুনু, কাদির জঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব, ভোরের আলো সাহিত্য আসরের প্রধান সমন্বয়ক আবু সাঈদ, সহ-সভাপতি ব্যাংকার বিমল চন্দ্র ভৌমিক, সাংগঠনিক সম্পাদক সারোয়ার জাহান, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল হাসান রুবেল, কবি সাদিয়া জাহান রেজা প্রমূখ।
অনুষ্ঠানে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের সাক্ষীদের ফুল দিয়ে বরন ও সাংস্কৃতিক অঙ্গনে জাতীয় পর্যায়ে অবদান রাখায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল ওয়াহাব ও ভোরের আলো সাহিত্য আসরের প্রতি সর্বোচ্চ আন্তরিকতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ স্বরূপ ডা. হিরা মিয়াকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠান জুড়েই কবি, সাহিত্যিক ও লেখকরা স্বরচিত লেখা পাঠ করে সাপ্তাহিক (১১৮৬ তম) সভা/২১ বর্ষপূর্তি উৎসব মাতিয়ে রাখেন।
এসময় ভোরের আলো সাহিত্য আসরের বিভিন্ন পর্যায়ের কলাকুশলী ছাড়াও কবি-সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।