কুতুবদিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

- আপডেট: ১১:৫৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
- / 37
ফাইল ছবি
কক্সবাজারের কুতুবদিয়ায় এনজিও সংস্থার পুষ্টি বিষয়ক কর্মশালায় ভাতের প্যাকেট নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ হয়। এতে ঘটনাক্রমে ছুরিকাঘাতে ফরহাদুল ইসলাম আরজু (২০) নামের এক যুবক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৫ জন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে আলী আকবর ডেইল শান্তি বাজার এলাকায় একটি এনজিও সংস্থার পুষ্টি বিষয়ক কর্মশালা চলছিল। সেখানে ১০০ জনের নির্ধারিত তালিকা দেয় এক পক্ষ।
এ সময় খাবারের প্যাকেট সীমিত থাকায় উভয় পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের এক পর্যায়ে আব্দুল হাদী সিকদার পাড়ার ফরহাদ হোসেন আরজু (২০) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়। নিহত ফরহাদ ঘাটকুল পাড়া এলাকার আরাফাতের ছেলে।
এসময় ঘাটকুল পাড়ার রিয়াদ (১৯), আ. হাদী সিকদার পাড়ার কুরবান আলী (১৮), নিশাত (১৭), শাফায়াত (৪০), তাহছিফ (১৮) নামে আরো পাচ জন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কয়েকজনের জখম গুরুতর হওয়ায় তাদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ গোলাম কবির জানান, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ফরহাদ নামের এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫ জন। নিহতের প্রাথমিক সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।