কৃষকের উন্নয়নে বাজেটে রক্ষণশীলতার পরিচয় দেওয়া হয়েছে

- আপডেট: ০৭:২০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
- / 26
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি-সংগৃহীত
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘যত প্রতিকূলতা আসুক না কেন, সব সমস্যাকে মাথায় রেখেই কৃষি উপকরণের সহজলভ্যতা এবং সুলভমূল্যে যেন কৃষকরা পায়, তার জন্য নীতিগত সহায়তা দেওয়া হবে।’
বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের সভা কক্ষে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত নেতাদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, কৃষকের উন্নয়নের জন্য বাংলাদেশের মানুষের জীবনযাত্রার ব্যয়ভার যাতে বেশি না হয়, সেজন্য এরইমধ্যে যে বাজেট প্রস্তাব করা হয়েছে, সেখানে কিন্তু অনেক রক্ষণশীলতার পরিচয় দেওয়া হয়েছে। কৃষি উপকরণ এবং কৃষি উৎপাদনের উপকরণের সঙ্গে সংশ্লিষ্ট যে বিষয়গুলো নিয়ে বিসিপিএ কাজ করছে, সেগুলোর দাম বাড়ানোর ব্যাপারে বর্তমান সরকার এগিয়ে যাবে না। বর্তমান শেখ হাসিনা সরকার শুরু থেকেই এই সেক্টরেই ভর্তুকি দিয়ে যাচ্ছে। আমরা মনে করি এই সেক্টরে ভর্তুকি দিলে যার রিটার্ন পাওয়া যায়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ গঠনের সময় কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘সেখান থেকেই কৃষির অগ্রযাত্রা শুরু হয়েছে। এই ধারাবাহিকতায় আজকে শেখ হাসিনার নেতৃত্বে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছি। এই সক্ষমতা কখনও ঘাটতি হোক, শেখ হাসিনা কখনও সেটা চান না এবং হতে দেবেন না। তার জন্য যেখানে নীতিগত সহায়তা দেওয়া দরকার, সব দিতে সরকার প্রস্তুত আছে।
বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের সভাপতি এম সাইদুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি প্রফেসর শহীদুর রশীদ ভূইয়া, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ ও কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব খায়রুল আলম প্রিন্স, বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের মহাসচিব মোয়াজ্জেম হোসেন পলাশ প্রমুখ।