কেন্দুয়ায় মুক্তমঞ্চ গুঁড়িয়ে দেয়ায় প্রতিবাদ সভা

- আপডেট: ০৭:২৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / 2
শুক্রবার (২ মে) কেন্দুয়ায় ( নেত্রকোনা ) চর্চা সাহিত্য আড্ডার আয়োজনে ময়মনসিংহ সাহিত্য সংসদের মুক্তমঞ্চ গুঁড়িয়ে দেয়ার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় – ছবি: ইউএনএ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ময়মনসিংহ সাহিত্য সংসদের মুক্তমঞ্চ গুঁড়িয়ে দেয়ায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (২ মে) বিকালে চর্চা সাহিত্য আড্ডার আয়োজনে উপজেলা শিক্ষক সমিতি কার্যালয় প্রাঙ্গণে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ।
প্রতিবাদ সভায় চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়ক রহমান জীবনের সঞ্চালনায় ও চর্চা সাহিত্য আড্ডার উপদেষ্টা গীতিকবি মীর্জা রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ ব্রহ্মপুত্র সুরক্ষা কমিটির সমন্বয়ক আবুল কালাম আল আজাদ, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, ময়মনসিংহ থেকে কবি সুরঞ্জিত বাড়ৈ ও কবি শফিক সিদ্দিকী, কবি দীপান্বিতা খানম, কবি ভূইয়া বুলবুল, উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. মহিউদ্দিন সরকার, উপজেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি মো. সালাহউদ্দিন সালাম, সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. কাওছার আহমেদ প্রমুখ ।
এ সময় বক্তারা বলেন, সাহিত্য, সংস্কৃতি একটি দেশের অক্সিজেন । এর উপর এমন বর্বর আঘাত মেনে নেয়া যায় না। আমরা চাই অনতিবিলম্বে এই মুক্তমঞ্চের পুনঃনির্মাণের কাজ শুরু করা হোক । অন্যথায় বৃহৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এই মুক্তমঞ্চ গুঁড়িয়ে দেয়ার পেছনে কোন অপশক্তি থাকলে জনসম্মুখে উন্মোচন করা হোক। তারা আরো বলেন, আমরা সব সময়ই সুন্দরের পক্ষে । সত্য ও সুন্দরের জয় হবে, হবেই ।