০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

কোটাবিরোধী আন্দোলনকে ভিন্নখাতে প্রভাবিত করার ষড়যন্ত্র করছে একটি অশুভ চক্র : ডিবি প্রধান

ইউএনএ ডেস্ক
  • আপডেট: ০৭:০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
  • / 19

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে আসেন ডিবি প্রধান হারুন অর রশীদ । ছবি: আব্দুর রহমান / ইউএনএ

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, একটি অশুভ চক্র কোটাবিরোধী আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসে টিএসসিতে তিনি এ কথা বলেন।

ডিবি প্রধান বলেন, শুধু ষড়যন্ত্র নয় গাড়িতে আগুন, রেলের স্লিপার তুলে ফেলা, মেট্রোরেল বন্ধ করে দেওয়ার চেষ্টা ও বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করা হচ্ছে। যারা অর্থ, আগ্নেয়াস্ত্র, লাঠিসোটা সরবরাহ করে আন্দোলন ভিন্ন দিকে ধাবিত করার চেষ্টা করছে, তাদের প্রত্যেকের নাম আমরা পেয়েছি। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।

তিনি বলেন, গত রাতে বিএনপির অফিসে অভিযান চালিয়ে তাজা ককটেল, লাঠিসোটা ও অনেক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। ছাত্রদলের সাবেক সভাপতিসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারাও অনেকের নাম বলেছেন।

আন্দোলনরত কোমলমতি শিক্ষার্থীরা কোথাও আগুন কিংবা ভাঙচুর করেনি বলেও জানান হারুন অর রশীদ।

 

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

কোটাবিরোধী আন্দোলনকে ভিন্নখাতে প্রভাবিত করার ষড়যন্ত্র করছে একটি অশুভ চক্র : ডিবি প্রধান

আপডেট: ০৭:০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে আসেন ডিবি প্রধান হারুন অর রশীদ । ছবি: আব্দুর রহমান / ইউএনএ

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, একটি অশুভ চক্র কোটাবিরোধী আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসে টিএসসিতে তিনি এ কথা বলেন।

ডিবি প্রধান বলেন, শুধু ষড়যন্ত্র নয় গাড়িতে আগুন, রেলের স্লিপার তুলে ফেলা, মেট্রোরেল বন্ধ করে দেওয়ার চেষ্টা ও বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করা হচ্ছে। যারা অর্থ, আগ্নেয়াস্ত্র, লাঠিসোটা সরবরাহ করে আন্দোলন ভিন্ন দিকে ধাবিত করার চেষ্টা করছে, তাদের প্রত্যেকের নাম আমরা পেয়েছি। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।

তিনি বলেন, গত রাতে বিএনপির অফিসে অভিযান চালিয়ে তাজা ককটেল, লাঠিসোটা ও অনেক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। ছাত্রদলের সাবেক সভাপতিসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারাও অনেকের নাম বলেছেন।

আন্দোলনরত কোমলমতি শিক্ষার্থীরা কোথাও আগুন কিংবা ভাঙচুর করেনি বলেও জানান হারুন অর রশীদ।

 

শেয়ার করুন